এক্সপ্লোর
Laxmi Devi: শঙ্খ থেকে কড়ি, বৃহস্পতিবার এই নিয়ম মানলেই তুষ্ট হন লক্ষ্মী দেবী
Laxmi Pujo: মা লক্ষ্মীকে সমৃদ্ধির দেবী বলা হয়
মা লক্ষ্মীকে সমৃদ্ধির দেবী বলা হয়
1/7

মা লক্ষ্মীকে সমৃদ্ধির দেবী বলা হয়। লক্ষ্মীবারে মা লক্ষ্মীকে স্মরণ করে যদি কিছু নিয়ম পালন করা হয় তাহলে আর্থিক সমৃদ্ধি আসে।
2/7

বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার। এইদিন ভক্তিভরে দেবীর আরাধনা করলে সংসারে সুখ-শান্তি আসে।
3/7

বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর পুজো সময় সেই শাঁখ বাজাতে হবে। যদি আপনার বাড়িতে দক্ষিণাবর্ত শাঁখ থাকে, তাহলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সবসময় আপনার পরিবারের বজায় থাকবে।
4/7

ঠাকুরঘরে লক্ষ্মী দেবীর আসনের পাশে একটি শাঁখ রাখতেই হবে।
5/7

দক্ষিণাবর্ত শাঁখটি রাখতে হবে নির্দিষ্ট নিয়মে। একটি পরিষ্কার রূপোর পাত্রে উজ্জ্বল লাল বা হলুদ বা সাদা কাপড়ের উপর এই দক্ষিণাবর্ত শাঁখ রাখুন।
6/7

লক্ষ্মীর আসনে বা সামনে পাঁচটি কড়ি রাখুন। দেবীর কৃপা পাবেন। প্রতিদিন স্নানের পর যদি গায়ত্রী মন্ত্র জপ করা যায় তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হন।
7/7

প্রতিদিন সম্ভব না হলে প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার আগে স্নান করে এক মালা গায়ত্রী মন্ত্র জপ করুন।
Published at : 18 Jan 2024 07:35 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















