এক্সপ্লোর
Maha Shivaratri 2024: দেশজুড়ে আজ শিবশম্ভুর উপাসনার তোড়জোড়, কোথায় কীভাবে পূজিত হন শিব ?
Shivaratri 2024 Celebration:
ছবি সৌজন্য- পিটিআই
1/10

ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি উদযাপন হয়। আজ ৮ মার্চ শিবচতুর্দশীর লগ্ন শুরু হবে রাত ৯টা ৫৭ থেকে এবং চলবে পরেরদিন ভোর ৬.১৭ পর্যন্ত। দেশ জুড়ে তারই তোড়জোড় চরমে। অমৃতসরে দেখা গেল শিব-ভক্তদের ঢল। শিবের মতই সেজে উঠেছেন তাঁরা। ছবি- পিটিআই
2/10

বেঙ্গালুরুতে অনেক শিবমন্দির আছে যার মধ্যে কেম্পফোর্ট শিব মন্দির বা শিবোহম শিব মন্দির অন্যতম বিখ্যাত। আজ শিবরাত্রি উপলক্ষে সেই মন্দিরে সমাগম হয় অসংখ্য ভক্তের। মহিলারা সার বেঁধে শিবের কাছে প্রার্থনা জানান। ছবি- পিটিআই
Published at : 08 Mar 2024 06:59 PM (IST)
আরও দেখুন



















