এক্সপ্লোর
Masik Shivratri 2024: বৈশাখী সোমবার, মাসিক শিবরাত্রি, তৈরি হচ্ছে দারুণ সংযোগ, ব্রত-পালনে কী উপকার?
Masik Shivratri Date : মাসিক শিবরাত্রিতে, ভক্তরা শিব-পার্বতীর পুজো করেন। বৈশাখ মাসে শিব পুজোর বিশেষ গুরুত্ব আছে। মাসেক শিবরাত্রির দিন উপবাস রেখে শিবের পুজো করা হয়।
বৈশাখী সোমবার, মাসিক শিবরাত্রি
1/9

শিবরাত্রি বছরের একদিন নয়। পঞ্চাঙ্গ অনুসারে, প্রতি মাসেই মাসিক শিবরাত্রি করা যেতে পারে। প্রতি মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। এইভাবে, সারা বছরে মোট ১২ টি মাসিক শিবরাত্রি উপবাস রয়েছে।
2/9

ভক্তদের বিশ্বাস,মা পার্বতী এবং ভগবান শিবের বিয়ে হয়েছিল চতুর্দর্শী তিথিতে । তাই এই তিথির রাতে শিব ও পার্বতী তীর্থযাত্রায় বের হন।সেই ভাবনা থেকে এদিন মাসিক শিবরাত্রি পালন হয়।
Published at : 03 May 2024 04:20 PM (IST)
আরও দেখুন






















