এক্সপ্লোর
Nil Sasthi 2024 : নীল ষষ্ঠী পালনে কী উপকার ? এ বছর কবে পালন করবেন ষষ্ঠী ?
আগামী ১৩ এপ্রিল বৃহস্পতিবার পালিত হবে নীল ষষ্ঠী। বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন ২৯ চৈত্র ১৪২৯। এইদিন সন্ধ্যালগ্নে পুজো দেওয়া হয়।

Nil Sasthi 2024 : নীল ষষ্ঠী পালনে কী উপকার ?
1/8

বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ ষষ্ঠী । নীল ষষ্ঠী। সারা বাংলায় বহু মহিলাই নীল ষষ্ঠী পালন করে থাকেন।
2/8

নীলের পুজো আসলে মহাদেবের পুজো। সেই সঙ্গে দেবী ষষ্ঠীর পুজোও বটে। মায়েরা নীল ষষ্ঠীর পুজো করেন সন্তানের মঙ্গলকামনায়।
3/8

আগামী ১৩ এপ্রিল বৃহস্পতিবার পালিত হবে নীল ষষ্ঠী। বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন ২৯ চৈত্র ১৪২৯। এইদিন সন্ধ্যালগ্নে পুজো দেওয়া হয়।
4/8

সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালিত হয়। সন্তানের দীর্ঘায়ু কামনা করেন মায়েরা। অনেকে সন্তানলাভের জন্যও ষষ্ঠীর ব্রত করেন। বিশ্বাস, নীলষষ্ঠী ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল হয় না।
5/8

নীলষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধেয় পুজো দিয়ে জল খেতে হয়। শিবের মাথায় ডাবের জল ঢালার রীতি আছে ।
6/8

পুজো করতে অবশ্যই লাগবে বেলপাতা। কারণ শিবের পুজো বেলপাতা ছাড়া হয় না। এছাড়া এদিন শিবকে ৫ ফল নিবেদন করার রীতি আছে।
7/8

শিবের পছন্দের ফুল ধুতুরা, আকন্দ। অপরাজিতা ফুলও মহাদেবের পছন্দ। কল্কে ফুলেও পূজিত হন মহাদেব। বেলপাতা দিয়ে পুজো করা হয়। সঙ্গে লাগে দুধ, দই , গঙ্গামাটি, বেলপাতা, গঙ্গাজল।
8/8

কন্যা-পুত্র উভয়ের কল্যাণের জন্যই মায়েরা পুজো করে থাকেন। চড়ক পুজোর আগের দিন মহা আড়ম্বরে মন্দিরে মন্দিরে পূজিত হন মহাদেব।
Published at : 13 Mar 2024 06:57 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিনোদনের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
