এক্সপ্লোর
Ram Lalla Republic Day : প্রজাতন্ত্র দিবসে তেরঙ্গা মালার সাজে রামলালা, নয়নাভিরাম রূপে আটকাল ভক্তমন

প্রজাতন্ত্র দিবসে তেরঙ্গা মালার সাজে রামলালা
1/9

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেজে উঠেছিল দেশ। তেরঙ্গার সেজেছিল আসমুদ্র হিমাচল। দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সেজেছিলেন রামলালাও। অযোধ্যা রাম মন্দিরও গেরুয়া-সাদা-সবুজে সেজে ওঠে। রামলালার সাজেও ছিল তিন রঙের ছোঁয়া।
2/9

প্রতিদিনই আলাদা - আলাদা রঙে সাজেন রাম লালা। শুক্রবার ৭৫তম প্রজাতন্ত্র দিবসে রামলালা পরেছিলেন সাদা ধুতি। গলায় ছিল তিন রঙের মালা।
3/9

দিন অনুসারে নির্ধারিত হয় রামলালার সাজ। কোনওদিন লাল, কোনওদিন সাদা, কোনওদিন হলুদ পরেন লালা। প্রজাতন্ত্র দিবস ছিল শুক্রবার। আর এদিন সারা পরার দিন। সেই সঙ্গে রইল ভারতের জাতীয় পতাকা তেরঙ্গার ছোঁয়া। ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে রামলাল্লার মালা।
4/9

দিন অনুসারে প্রাণ প্রতিষ্ঠার দিন অর্থাৎ ২২ জানুয়ারি, রামলালাকে সেজেছিলেন পীত পোশাকে। রামলালার সাজের ছটায় ভক্তদের চোখ গিয়েছিল ধাঁধিয়ে। সেদিন ৫১ ইঞ্চির মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
5/9

মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজের তৈরি কালো পাথরের মূর্তিতে ভগবান রামকে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে পাঁচ বছরের শিশু হিসেবে চিত্রিত করা হয়েছে।
6/9

দিনে ৫ বার হয় রামলালার আরতি। সকাল ৬টায় মঙ্গল আরতি। সকাল ৭টায় শৃঙ্গার আরতি। বেলা ১২টায় হয় ভোগ আরতি।
7/9

সন্ধে ৬টায় হয় সন্ধ্য়ারতি। রাতে হয় শয়ন আরতি। রামলালাকে মূলত দু'রকমের ভোগ দেওয়া হয় চারবার। সকালে দেওয়া হয়বাল্যভোগ। তাতে পেঁড়া,লাডডু সহ বিভিন্ন মিষ্টির সঙ্গে ফল থাকে।
8/9

দুপুরে হয় রাজভোগ। তাতে থাকবে ভাত, পুরী, ডাল, সবজি। সঙ্গে ভীর, রাবড়ির মতো মিষ্টি। বিকেলে আবার দেওয়া হয় বাল্যভোগ। রাতে শয়নের আগেও রামলালাকে রাজভোগ নিবেদন করা হয়।
9/9

নতুন রাম মন্দিরে রামলালার নতুন মূর্তির সঙ্গে পুরনো মূর্তিরও পুজো হচ্ছে। ছবি, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট, পিটিআই থেকে।
Published at : 27 Jan 2024 04:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
