এক্সপ্লোর
Sawan Kalashtami 2024: শ্রাবণ কালাষ্টমীতে শনি ও কালভৈরবের উপাসনায় মিলবে আর্থিক স্বস্তি, করতে হবে কী কী?
Kaal Bhairav Worship: শ্রাবণ কালাষ্টমীর দিন (Sawan Kalashtami) পূজিত হন দেবাদিদেব মহাদেবের সবচেয়ে রাগী রূপ কাল ভৈরব (Kaal Bhairav)। সবথেকে প্রিয় মাসে কাল ভৈরবের পুজো করলে অত্যন্ত প্রসন্ন হন মহাদেব।
কাল ভৈরব (ছবি সৌজন্য- পিটিআই)
1/10

এবছর কালাষ্টমী পড়েছে ২৭ জুলাই শনিবার। শ্রাবণ মাসের প্রথম এই শনিবারে কাল ভৈরবের সঙ্গে শনি দেবের পুজোরও যোগ পড়েছে। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)
2/10

শ্রাবণ মাসের কালাষ্টমী তিথি শুরু হচ্ছে ২৭ জুলাই রাত ৯টা ১৯ মিনিট থেকে আর শেষ হবে ২৮ জুলাই রাত সাতটা ২৭ মিনিটে। শনিবার রাতে কাল ভৈরব নাথের পুজো করার সঙ্গে সঙ্গে শনি দেবের পুজো করলে অর্থের সঙ্গে অন্যান্য সমস্যারও সমাধান হবে।(ছবি সৌজন্য -পিটিআই)
Published at : 25 Jul 2024 11:56 PM (IST)
আরও দেখুন






















