এক্সপ্লোর
Sawan Somwar 2023 : সমস্ত মনোবাসনা পূরণ হয়, শ্রাবণের সোমবার শিবপুজোর পাশাপাশি দান করুন এই ৫ জিনিস !
শাস্ত্রে বলা হয়েছে, শ্রাবণ মাসে পূজা-অর্চনা করার পাশাপাশি দান করলে সকল প্রকার দুঃখ-কষ্ট দূর হয়ে যায় এবং শীঘ্রই মনোবাসনা পূরণ হয়।
ফাইল ছবি
1/10

শ্রাবণ মাসে ভগবান শিবের বিশেষ পুজো করা হয়। এই মাসে ভগবান শিবের উপাসনার পাশাপাশি দানধ্যানকেও গুরুত্ব দেওয়া হয়।
2/10

শাস্ত্রে বলা হয়েছে, শ্রাবণ মাসে পূজা-অর্চনা করার পাশাপাশি দান করলে সকল প্রকার দুঃখ-কষ্ট দূর হয়ে যায় এবং শীঘ্রই মনোবাসনা পূরণ হয়। জেনে নেওয়া যাক, শ্রাবণের সোমবারে কোন কোন জিনিস দান করা উচিত।
3/10

কালো তিল- শ্রাবণ মাসে ভগবান শিবের জলাভিষেকে কালো তিল ব্যবহার করা হয়। কালো তিল ভগবান শিব এবং ভগবান শনি উভয়ের কাছেই খুব প্রিয়।
4/10

কালো তিল- যাঁদের গ্রহ সংক্রান্ত কোনও দোষ আছে, তাঁদের শ্রাবণের সোম বা শনিবার কালো তিল দান করা উচিত। এই প্রতিকারে গ্রহের দোষ দূর হয়।
5/10

নুন- বাস্তুশাস্ত্রে নুনের ব্যবস্থায় ঘরে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তি দূর হয়। শিবপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি শ্রাবণ মাসে লবণ দান করেন, তাঁর সমস্ত কষ্ট দূর হয়। এই প্রতিকার সুখ-সমৃদ্ধি বাড়ায়।
6/10

চাল- শ্রাবণ মাসের সোমবার, গরিব-দুঃখিকে চাল দান করুন। চালের তৈরি ক্ষীরও দান করতে পারেন। এমনটা করলে জীবনে সাফল্য পাওয়া যায়।
7/10

রুদ্রাক্ষ - এটি ভগবান শিবের একটি বিশেষ অলঙ্কার হিসেবে বিবেচিত হয়। শাস্ত্রে রুদ্রাক্ষকে ভগবান শিবের অঙ্গ হিসেবেও বিবেচনা করা হয়।
8/10

রুদ্রাক্ষ - মনে করা হয় যে, রুদ্রাক্ষের উৎপত্তি শিবের অশ্রু থেকে। তাই যে ভক্ত শ্রাবণ মাসে রুদ্রাক্ষ দান করেন, তাঁর আয়ু বাড়ে এবং অকালমৃত্যুর ভয় দূর হয়।
9/10

রুপো- যাঁদের ভাগ্যচক্রে কালসর্প দোষ রয়েছে, তাঁদের তা থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে রুপো বা তা দিয়ে তৈরি জিনিস দান করা খুবই শুভ।
10/10

রুপো- এছাড়া সন্তান লাভের জন্যও শ্রাবণ মাসে রুপো দান করতে হবে।
Published at : 11 Jul 2023 09:15 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















