এক্সপ্লোর
Lakshmi Puja: বৃহস্পতিবার লক্ষ্মীপুজোয় ঘট এই নিয়ম মেনে স্থাপন করছেন তো? না হলে ক্রুদ্ধ হতে পারেন দেবী
বৃহস্পতিবার লক্ষ্মীপুজোয় ঘট এই নিয়ম মেনে স্থাপন করছেন তো? না হলে ক্রুদ্ধ হতে পারেন দেবী
লক্ষ্মীবারে এই ঘট স্থাপন কেন গুরুত্বপূর্ণ?
1/7

বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হল সাপ্তাহিক লক্ষ্মী আরাধনার দিন। বাংলায় বৃহস্পতিবারকে বলা হয় লক্ষ্মীবার। এই দিন লক্ষ্মীপূজা করলে হৃদয়ে ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা। কিন্তু আজকের কর্মব্যস্ত জীবনে শুদ্ধ আচারে অথচ সহজে লক্ষ্মীপূজা করবেন কীভাবে?
2/7

লক্ষ্মীপূজা বৃহস্পতিবার মাত্রেই করা যায়। তার জন্য তিথি নক্ষত্রের বিচার করতে হয় না। লক্ষ্মীপূজা সাধারণত সন্ধ্যাবেলা করে, তবে অনেকে সকালেও করে থাকেন। সকালে করলে সকাল ন-টার মধ্যে করে নেওয়াই ভাল। পূজার পর ব্রতকথা পাঠ করতে হয়।
Published at : 11 Jan 2024 07:07 AM (IST)
আরও দেখুন






















