এক্সপ্লোর
Vastu Tips: বাড়িতে চড়াই পাখির বাসা করা শুভ নাকি অশুভ?
আপনার গৃহে চড়াই পাখি বাসা করেছে তাহলে কিন্তু সেই বাসাকে একেবারেই ভেঙে দেবেন না
Vastu,vastu shastra,vastu tips
1/8

আমরা অনেকেই বাস্ত মেনে চলি, আবার অনেকেই এগুলোকে বিশ্বাস করিনা, কিন্তু আমরা যদি একটু গভীরে পড়াশোনা করি তাহলে দেখব বাস্তু কিন্তু কোন কুসংস্কার নয়। আগেকার দিনে বাড়ির মধ্যে চড়াই পাখিকে অনেক পরিমাণে দেখতে পাওয়া যেত। কিন্তু বর্তমানে আমরা এত বেশি উন্নতির দিকে এগিয়ে চলছি, যার ফলে নেটওয়ার্ক ব্যবস্থার জন্য এই পাখিকে কিন্তু আর অতটা সহজে দেখতে পাওয়া যায় না।
2/8

তবে যদি দেখেন আপনার গৃহে চড়াই পাখি বাসা করেছে তাহলে কিন্তু সেই বাসাকে একেবারেই ভেঙে দেবেন না বা নষ্ট করে দেবেন না বা চড়াই পাখি কে উড়িয়ে দেবেন না। কারণ বাস্তু বলছে, ঠিক উল্টো কথা। বাস্তু বলছে, এই চড়াই পাখি যদি আপনার গৃহে বাসা বাঁধে তা আপনার জন্য অত্যন্ত শুভ বার্তা বয়ে আনবে।
Published at : 17 Sep 2023 10:06 AM (IST)
আরও দেখুন






















