এক্সপ্লোর
Lord Surya: রবিবার সূর্যের আরাধনা, কী কী পালন করলে বদলে যাবে ভাগ্য
Surya Deb Blessing: সনাতন ধর্মে সপ্তাহের প্রতিটি দিন বা বারকে কোনও না কোনও দেব অথবা দেবীর জন্য উৎসর্গ করা হয়েছে। রবিবার উৎসর্গকৃত প্রাণশক্তির দেবতা এবং যাকে একমাত্র চোখে দেখা যায় সেই সূর্যদেবকে।
সূর্যদেব (ছবি সৌজন্য- এবিপি নিউজ)
1/12

ধর্মীয় বিশ্বাস, রবিবার দিন হল পৃথিবীর আত্মা হিসেবে পরিচিত সূর্যের জন্য উৎসর্গকৃত। এই দিন গ্রহদের অধিপতি সূর্ষের আরাধনা করলে মনের সব ইচ্ছা পূরণ হয়।
2/12

রবিবার উপোস করে ভগবান সূর্যের আরাধনা করলে মনের সব ইচ্ছাপূরণ হয়। কেটে যায় জীবনের প্রায় সব সমস্যা। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)
Published at : 14 Jul 2024 04:41 PM (IST)
আরও দেখুন






















