এক্সপ্লোর
Puja Rituals: কেন শুভ অনুষ্ঠানে শঙ্খ বাজানো হয়? পুরাণ কী বলছে?
শঙ্খ ছাড়া যে কোন পুজোই অসম্পূর্ণ। পৃথিবীর বহু দেশেই শঙ্খ বাজানোর রেওয়াজ চলে আসছে।
গীতায় শঙ্খনাদ করেছিলেন শ্রীকৃষ্ণ
1/7

সনাতন সংস্কৃতিতে শঙ্খ খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের যোগ আজকের নয়। সেই কোন প্রাচীন কাল থেকে পুজো-অর্চনার সঙ্গে যুক্ত রয়েছে শঙ্খ।
2/7

শাস্ত্র মতে নিত্য পুজোর পরে যদি নিয়ম করে তিনবার শঙ্খ বাজানো যায়, তাহলে গৃহস্থের অন্দরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে কোনও খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি ভাগ্যও ফিরে আসে।
Published at : 24 Jul 2023 02:01 PM (IST)
আরও দেখুন






















