এক্সপ্লোর
China Rail Bus: না বসাতে হয় লাইন, না লাগে চালক, ট্রামের আদলে তৈরি চিনের 'রেল বাস' দেখেছেন?
Autonomous Rail Rapid Transit: অনন্য আবিষ্কার চিনের। ছবি: ফ্রিপিক, CRRC.
ছবি: ফ্রিপিক, CRRC.
1/10

‘রাস্তা চলেছে যত অজগর সাপ/ পিঠে তার ট্রামগাড়ি পড়ে ধুপ ধাপ’, ট্রামলাইনে সংযুক্ত কলকাতাকে স্বপ্নে নড়তে দেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই ট্রামলাইনের আধুনিক সংস্করণ, Autonomous Rail Rapid Transit বা ‘রেল বাস’ সামনে এনে কয়েক বছর আগে সাড়া ফেলে দেয় চিন।
2/10

কারণ ট্রামের মতো দেখতে তিন কামরার যে ‘রেল বাস’ চালু করে তারা, তার জন্য রাস্তায় অজগর সাপের মতো দেখতে লাইন বসাতে হয়নি তাদের। ভার্চুয়াল লাইনের উপর দিয়ে, চালহীন অবস্থাতেই ছুটে যায় ওই ‘রেল বাস’।
Published at : 16 Apr 2024 03:30 PM (IST)
আরও দেখুন





















