এক্সপ্লোর
Space Science: কালোর বুকে আলোর বেদন লেগে, নীহারিকাই বাড়িয়েছে রূপ, মহাশূন্য তাই ভয়ঙ্কর সুন্দর
Science News: পৃথিবী সুন্দর, কিন্তু ভয়ঙ্কর সুন্দর রূপ মহাশূন্যের। সৃষ্টি এবং ধ্বংসের মূলে থাকা নীহারিকাই সৌন্দর্য বাড়িয়ে তুলেছে।
ছবি: পিক্সাবে।
1/10

শস্য-শ্যামলা পরিবেশ, নীল আকাশে পেঁজা পেঁজা তুলো, সাহিত্যে বার বার উঠে এসেছে সৌন্দর্যের কথা। প্রযুক্তির দৌলতে মহাশূন্য থেকে তোলা নীল-সাদা পৃথিবীর রূপও মুগ্ধ করে আমাদের, যা অদ্ভূত এক স্নিগ্ধতায় মোড়া।
2/10

কিন্তু পৃথিবীর এই স্নিগ্ধ রূপ যদি মুগ্ধ করে আমাদের, তাহলে মহাশূন্য মনকে করে তোলে বিহ্বল। কারণ পৃথিবীর স্নিগ্ধতার সামনে মহাশূন্যের রূপকে বলা চলে ‘বিপজ্জনক’। মহাশূন্যের ভয়ঙ্কর সৌন্দর্যের এমনই কিছু ঝলক পেয়েছেন পৃথিবীবাসী, যা সম্ভব হয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তির দৌলতে।
Published at : 20 Jun 2023 08:47 AM (IST)
আরও দেখুন






















