এক্সপ্লোর
Science News:কোন বিপর্যয়ের সাক্ষী ভূমধ্যসাগরের অতলে লুকনো 'সুপার ভলকানো'-র 'মেগাবেড'?
Supervolcano Megabeds Discovered:ভূমধ্যসাগরের গভীরে সুপ্রাচীন 'সুপার ভলকানো'-র মেগাবেডের খোঁজ পেয়েছেন বিশেষজ্ঞরা। তা থেকেই তাঁদের অনুমান, প্রত্যেক ১০-১৫ হাজার বছরে বিপর্যয়ের মুখোমুখি হয় ইউরোপ।
কোন বিপর্যয়ের সাক্ষী ভূমধ্যসাগরের অতলে লুকনো 'সুপার ভলকানো'-র 'মেগাবেড'? (প্রতীকী ছবি)
1/9

সাদামাঠা আগ্নেয়গিরি নয়, 'সুপার ভলকানো'। তবে মাটির উপর নয়, ভূমধ্যসাগরের গভীরে। কয়েক মাসে এই সুপ্রাচীন 'সুপার ভলকানো'-র মেগাবেডের খোঁজ পেয়েছেন বিশেষজ্ঞরা। তা থেকেই তাঁদের অনুমান, প্রত্যেক ১০-১৫ হাজার বছরে বিপর্যয়ের মুখোমুখি হয় ইউরোপ।
2/9

Tyrrhenian Sea-র তলদেশ খোঁজাখুঁজি করার সময় ওই 'সুপার ভলকানো'-র 'মেগাবেড'-র হদিস মেলে।
Published at : 16 Nov 2023 09:49 PM (IST)
আরও দেখুন






















