এক্সপ্লোর
NASA Curiosity Rover: লালগ্রহের মাটিতে 'ঢেউ রহস্য'! কীভাবে? কেন?
Mars Photos: বিশাল এলাকা জুড়ে এমন পাথর ছড়িয়ে, সেটাই ক্যামেরাবন্দি করেছে রোভারের ক্যামেরা।
ছবি: www.nasa.gov-এর থেকে প্রাপ্ত
1/10

লালগ্রহের মাটিতে দীর্ঘদিন ধরেই অভিযান চলছে কিউরিওসিটি রোভারের (NASA Curiosity Mars Rover)। বহু তথ্য ইতিমধ্যেই জেনেছেন বিজ্ঞানীরা। এবার সামনে এল সাড়াজাগানো আরও একটি তথ্য। মঙ্গলের মাটিতে অভিযান চালানোর সময় কিউরিওসিটির ক্যামেরায় ধরা পড়েছে পাথরের গায়ে ছোট ছোট ঢেউ খেলানো দাগ। যেন জলের উপর ঢেউ খেলে গিয়েছে।
2/10

বিস্তৃত জায়গা জুড়ে এমন পাথর ছড়িয়ে, সেটাই ক্যামেরাবন্দি করেছে রোভারের ক্যামেরা। তাতেই সাড়া পড়ে গিয়েছে পৃথিবীর বিজ্ঞানীদের মধ্যে। কারণ তাঁদের একটি বড় অংশ মনে করছেন, এই ঢেউ খেলানো দাগ আসলে বহুযুগ আগে মঙ্গলের মাটিতে জল থাকার বড়সড় প্রমাণ।
Published at : 19 Feb 2023 07:44 PM (IST)
আরও দেখুন






















