এক্সপ্লোর
Perseus Cloud: তারা তৈরির কারখানা! তার ভিতরেই প্রাণ সৃষ্টির মশলা? চমক গবেষণায়
Early Ingredients of Life:বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই ধুলো ও গ্যাসের তৈরি একটি মেঘ এই পার্সিয়াস মলিকিউলার ক্লাউড। সূর্যের থেকেও যার ভর অন্তত ১০ হাজার গুণ বেশি।
প্রতীকি চিত্র। ছবি: Pexels
1/9

পৃথিবী থেকে বহুদূরে। মেঘের ভিতরে লুকনো রয়েছে প্রাণের স্পন্দনের প্রাণভোমরা। এমনই চমকপ্রদ তথ্য় দিলেন বিজ্ঞানীরা। প্রাণের সৃষ্টির জন্য অবশ্যপ্রয়োজনীয় কিছু রাসায়নিক এবং অনুর (Prr biological Molecules) প্রয়োজন। সেগুলিই নাকি দেখা গিয়েছে পার্সিয়াস ক্লাউডে (Perseus Cloud)। পৃথিবী থেকে দূরত্ব? ১০০০ আলোকবর্ষ।
2/9

Perseus Molecular Cloud-এর একটি অংশে এমন খোঁজ মিলেছে। জায়গাটির নাম IC348, নক্ষত্র তৈরি হয় ওই এলাকা থেকে, সেখানেই মিলেছে প্রাণ সৃষ্টির জন্য অবশ্য প্রয়োজনীয় রাসায়নিক অনুর খোঁজ। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই ধুলো ও গ্যাসের তৈরি একটি মেঘ এই পার্সিয়াস মলিকিউলার ক্লাউড। সূর্যের থেকেও যার ভর অন্তত ১০ হাজার গুণ বেশি।
Published at : 07 Apr 2023 03:16 PM (IST)
আরও দেখুন






















