এক্সপ্লোর
Science News: এখানে দুর্বল মাধ্যাকর্ষণ শক্তি, ভারত মহাসাগরের বুকে দৈত্যাকার গহ্বর, এতদিনে জানা গেল সৃষ্টিরহস্য
Gravity Hole: ভারত মহাসাগরের বুকে লুকিয়ে বিশালাকার গহ্বর। কোথা থেকে উৎপত্তি, কী বৃত্তান্ত, সামনে আনলেন ভারতীয় গবেষকরা।
ছবি: ফ্রিপিক।
1/10

ছোটবেলায় বিজ্ঞান বইয়ে পৃথিবীর আকৃতি কমলালেবুর মতো বলেই পড়েছিলাম আমরা। তার পর বিজ্ঞন-প্রযুক্তি ঢের এগিয়ে গিয়েছে। কিন্তু পৃথিবীর আসলে কমলালেবুর আকারের বলেই আজও মনে রয়ে দিয়েছে আমাদের।
2/10

শুধু উত্তর-দক্ষিণ ঈষৎ চাপা এবং বাকিটা নিখুঁত গোল, এমন ধারণা আসলে ভুল, আসলে তা এবড়োখেবড়ো, বন্ধুর। ভারত মহাসাগরের বুকে মুখ লুকিয়ে থাকা দৈত্যাকার গহ্বরই এর প্রমাণ।
Published at : 05 Jul 2023 03:07 PM (IST)
আরও দেখুন






















