এক্সপ্লোর
Science News: পশ্চিম দিগন্তে মিটমিট করছে কোনও মতে, রাতের আকাশ থেকে বিদায় নিচ্ছে মঙ্গল ও শুক্র
Space Science: উজ্জ্বলতম দুই গ্রহ। খালিচোখেই ধরা দিচ্ছিল। কিন্তু এবার বিদায় জানাচ্ছে রাতের আকাশকে। কী বৃত্তান্ত জানুন।
ছবি: পিক্সাবে।
1/11

রাতের আকাশ থেকে এবার বিদায় নিচ্ছে তারা। জুলাই মাসের পর রাতের আকাশে আর দেখা যাবে না দুই উজ্জ্বলতম গ্রহ মঙ্গল এবং শুক্রকে। তবে খালিচোখে ধরা না দিলেও, টেলিস্কোপের সাহায্যে দুই গ্রহের দর্শন পেতে পারেন মহাকাশপ্রেমী মানুষজন।
2/11

২০২২ সালে বড়দিনের কিছু দিন আগে থেকে রাতের আকাশে উজ্জ্বল উপস্থিতি ছিল মঙ্গলগ্রহের। তার পর থেকে যত সময় এগিয়েছে, ক্রমশই ক্ষীণ হয়ে এসেছে তার উপস্থিতি।
Published at : 08 Jul 2023 01:08 PM (IST)
আরও দেখুন






















