এক্সপ্লোর
Science News: সাত মাস নয়, ৪৫ দিনেই ছোঁয়া যাবে লালগ্রহের মাটি, ৪০০০ কোটির পারমাণবিক শক্তিচালিত রকেট তৈরিতে হাত দিল NASA
NASA: গতানুগতিক প্রযুক্তি আর নয়, মহাকাশযানের উৎক্ষেপণেও এবার পারমাণবিক শক্তি ব্যবহার করতে চলেছে নাসা।
ছবি: আমেরিকার ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি।
1/11

মহাকাশ গবেষণাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু। জ্বালানি নয়, পারমাণবিক শক্তিচালিত মহাকাশযান তৈরির কাজে হাত দিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. ২০২৫ সালের মধ্যেই পারমাণবিক শক্তিচালিত মহাকাশযান উৎক্ষেপণের লক্ষ্য নিল তারা।
2/11

মঙ্গলগ্রহ অভিযানকে সামনে রেখেই পারমাণবিক শক্তিচালিত প্রথম মহাকাশযান তৈরিতে উদ্যোগী নাসা। এই মহাকাশযান তৈরিতে খরচ পড়বে প্রা ৫০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪ হাজার ১৫ কোটি টাকা। নয়া এই অভিযানের নাম রাখা হয়েছে ডেমোনস্ট্রেশন রকেট ফর অ্যাজাইল সিসলুনার অপারেশন্স।
Published at : 01 Aug 2023 03:43 PM (IST)
আরও দেখুন






















