এক্সপ্লোর
IPL 2023 Mini Auction: আইপিএলের ছোট নিলামের জন্য কোন ফ্রাঞ্চাইজির কাছে কত টাকা রইল?
IPL Retention: আজই আইপিএলের সকল ফ্রাঞ্চাইজি নিজেদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জানিয়ে দিয়েছে।
কোন দলের কাছে কত টাকা পড়ে রয়েছে? (ছবি: পিটিআই)
1/10

আইপিএলের গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের কাছে ১৯.২৫ কোটি টাকা অবশেষ রয়েছে। রহমানুল্লাহ গুরবাজ ও লকি ফার্গুসন কেকেআরে যোগ দেওয়ায় এখনও তিন বিদেশি খেলোয়াড়কে দলে নিতে পারে টাইটান্স।
2/10

রানার্স আপ রাজস্থান রয়্যালসের ১৩.২০ কোটি টাকা রয়েছে। দুই কিউয়ি তারকা ড্যারেল মিচেল ও জিমি নিশামসহ মোট নয়জন তারকাকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস।
3/10

গত মরসুমের সিংহভাগ দলই ধরে রেখেছে আরসিবি। তাদের কাছে মাত্র ৮.৭৫ কোটি টাকা রয়েছে।
4/10

লখনউ সুপার জায়ান্টস মোট সাতজন তারকাকে ছেড়ে দিয়েছে যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেসন হোল্ডার, মনীশ পাণ্ডে। তাদের কাছে মোট ২৩.৩৫ কোটি টাকা রয়েছে।
5/10

দিল্লি ক্যাপিটালস দলে তেমন কোনও রদবদল নেই। উল্লেখযোগ্য বদল বলতে ট্রেডে শার্দুল ঠাকুরের বদলে আমন খান দলে যোগ দিয়েছেন। রাজধানীর ফ্রাঞ্চাইজির কাছে মোট ১৯.৪৫ কোটি টাকা রয়েছে।
6/10

পঞ্জাব কিংস গত মরসুমে দলের অধিনায়ক ময়ঙ্ক আগরওয়ালকেই ছেড়ে দিয়েছে। ৩২.২০ কোটি টাকা নিয়ে ছোট নিলামে অংশগ্রহণ করতে পারবে পঞ্জাব।
7/10

ট্রে়ডে তিন তিনজন তারকাকে সই করেছে কেকেআর। তাদের কাছেই সবথেকে কম ৭.০৫ কোটি টাকা রয়েছে।
8/10

পঞ্জাবের মতো সানরাইজার্স হায়দরাবাদও নিজেদের গত মরসুমের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছে। তাদের কাছেই সর্বাধিক ৪২.২৫ কোটি টাকা রয়েছে
9/10

চেন্নাই সুপার কিংস জল্পনা সত্ত্বেও রবীন্দ্র জাডেজা ধরে রেখেছে। তাদের হাতে নিলামে খরচ করার জন্য মোট ২০.৪৫ কোটি টাকার রয়েছে।
10/10

গত মরসুমে সবার নীচে শেষ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। নতুন মরসুমে শক্তিশালী দল গড়ে তুলতে আগ্রহী পল্টনরা। আইপিএল থেকে অবসর গ্রহণ করেছেন কায়রন পোলার্ড। তাঁকে সহ মোট ১৩জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের কাছে মোট ২০.৫৫ কোটি টাকা রয়েছে।
Published at : 15 Nov 2022 11:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























