এক্সপ্লোর
Advertisement

Savage MS Dhoni: খোঁচা দিতে গিয়েছিলেন ধোনিকে, পাল্টা ইংল্য়ান্ড তারকার মুখ বন্ধ করে দিলেন 'ক্যাপ্টেন কুল'
kevin Pietersen On MS Dhohi: মহেন্দ্র সিংহ ধোনি যখন রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়ক ছিলেন, সেই সময় পিটারসন আইপিএলে পুণে সুপারজায়ান্টসের প্লেয়ার ছিলেন।

মহেন্দ্র সিংহ ধোনি ও কেভিন পিটারসন
1/9

কেভিড পিটারসন। প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার। ২২ গজের জনপ্রিয় মুখ। কিন্তু
2/9

পিটারসেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। আইপিএলে খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, রাইজিং পুণে সুপারজায়ান্টসের জার্সিতে।
3/9

মহেন্দ্র সিংহ ধোনি যখন রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়ক ছিলেন, সেই সময় পিটারসন আইপিএলে পুণে সুপারজায়ান্টসের প্লেয়ার ছিলেন।
4/9

দু জনের মধ্যে মাঠের বাইরের বন্ধুত্বও অনেক পুরনো। জাতীয় দলের জার্সিতে প্রতিপক্ষ শিবিরে খেলেছেন অনেক ম্য়াচ দুজনে।
5/9

ধারাভাষ্যকার হিসেবে আইপিএলের দায়িত্ব সামলানোর সময় একবার ধোনিকে খোঁচা মারতে চেয়েছিলেন পিটারসন।
6/9

সেখানেই একটি ম্য়াচে ফিল্ড মাইকে ধোনির দলের প্লেয়ার মনোজ তিওয়ারিকে পিটারসন জানিয়েছিলেন যে ধোনির থেকে তিনি ভাল গল্ফ খেলতে পারেন। এমনকী সেই কথাটি মনোজ যাতে ধোনিকে বলেন, তাও মনে করিয়ে দেন।
7/9

ঠাণ্ডা মাথার ধোনি বরাবরই বুদ্ধিমান। মাঠে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।
8/9

এখানেও সঙ্গে সঙ্গে পাল্টা কেভিন পিটারসনকে ধোনি বলেন, ''মনে রাখবে টেস্টে আমার প্রথম উইকেট ছিলে তুমিই।'' সঙ্গে সঙ্গে হেসে ওঠেন পিটারসন। এরপর আর কিছু তিনি বলতে পারেননি।
9/9

আসলে ২০১১ সালে ভারতের ইংল্য়ান্ড সফরের সময় পিটারসনকে আউট করেছিলেন ধোনি। বল হাতে টেস্টে তাঁর একমাত্র উইকেট। শিকার ছিলেন প্রাক্তন ইংরেজ অধিনায়কই।
Published at : 14 Sep 2024 01:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
