এক্সপ্লোর
ODI World Cup 2023 : জোড়া শিকারে ফের শীর্ষে জাম্পা, বিশ্বকাপে উইকেট শিকারিদের তালিকায় কে কোথায় ?
World Cup : প্রায় শেষ গ্রপ পর্ব। বিশ্বকাপ একেবারে শেষপ্রান্তে এসে হাজির। ক্রিকেটীয় বিশ্বযুদ্ধের মঞ্চে সবথেকে বেশি উইকেট কাদের দখলে ? সেরার তালিকায় রয়েছেন কারা ?

World Cup Highest Wicket Takers
1/10

বাংলাদেশের বিরুদ্ধে জোড়া উইকেট। ঝুলিতে এখনও পর্যন্ত ২২ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকার শীর্ষে অ্যাডাম জাম্পা (Adam Zampa)। উইকেট শিকারের সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ অজি স্পিনারের সামনে।
2/10

৯ ম্যাচে ২১ উইকেট. এই মুহূর্তে ২ নম্বরে থেকে বিশ্বকাপ অভিযান শেষ দিলসান মাদুশাঙ্কার।
3/10

ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া উইকেট। চলতি বিশ্বকাপে মোট ১৮ উইকেট শাহিন শাহ আফ্রিদির। তালিকায় উঠে এলেন ৩ নম্বরে।
4/10

চার নম্বরে গেরাল্ড কোয়েৎজে। দক্ষিণ আফ্রিকার পেসারের ঝুলিতেও ১৮ উইকেট। আফগানদের বিরুদ্ধে নিয়েছেন ৪ উইকেট। সেমিতে সুযোগ শিকারের সংখ্যা বাড়িয়ে নেওয়ার।
5/10

পাঁচে মার্কো ইয়ানসেন। সেরার দৌড়ে থাকা আরও এক প্রোটিয়া বোলারের ঝুলিতে ১৭ উইকেট।
6/10

১৬ উইকেট নিয়ে ছয়ে মহম্মদ শামি। বিশ্বকাপের গ্রুপপর্বের একটি ম্যাচ এখনও হাতে। প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র ৪ ম্যাচে খেলেছেন শামি (Mohammed Shami)।
7/10

সাতে মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ডের বোলারের ঝুলিতে ১৬ উইকেট। সেমিতে ভারতের বিরুদ্ধে কি জ্বলে উঠবেন তিনি ?
8/10

ইংল্যান্ড ম্যাচে ৩ উইকেট। বিশ্বকাপে মোট ১৬ উইকেট নিয়ে তালিকায় আট নম্বরে উঠে এসেছের হ্যারিস রউফ।
9/10

আপাত নয় নম্বরে জসপ্রীত বুমরাহ। বুম বুমের ঝুলিতে রয়েছে ১৫ উইকেট। এখনও হাতে গ্রুপপর্বের এক ম্যাচে রয়েছে বুমারাহেরও।
10/10

তালিকার ১০ নম্বরে বাস ডে লিড। নেদারল্যান্ডসের বোলারের ঝুলিতে ১৪ উইকেট। সমসংখ্যক উইকেট রবীন্দ্র জাদেজা ও কেশব মহারাজেরও।
Published at : 12 Nov 2023 06:25 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
