Heathrow Airport Fire: লন্ডনের হিথরো বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লন্ডনের হিথরো বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড । যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আজ পুরোপুরি বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত হিথরো কর্তৃপক্ষের
ইলেকট্রিক্যাল সাবস্টেশনে আগুন লাগার কারণে বন্ধ হিথরো বিমানবন্দর । অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট, কবে পরিষেবা স্বাভাবিক, জানাতে পারল না হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ । বিমানবন্দর খোলা না পর্যন্ত যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা । কাল লন্ডন যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের
স্বামীর চোখের সামনে মর্মান্তিক মৃত্য়ু হল স্ত্রীর
সাত সকালে তাড়াহুড়োর মধ্যেই বিধাননগর স্টেশনে নেমেছিলেন লেকটাউনের দক্ষিণদাঁড়ির বাসিন্দা সুষমা প্রসাদ। একটু সময় বাঁচাতে এই রেল লাইন ধরেই এগোচ্ছিলেন গন্তব্যের দিকে কিন্তু পৌঁছনো আর হল না। বিধাননগর স্টেশন থেকে লেকটাউনের দক্ষিণদাঁড়ির দিকে যাওয়ার পথে ছোট একটি খালের ওপর রয়েছে রেল ব্রিজ। সেই রেলব্রিজ ধরে রেললাইন পেরোতে গিয়ে জীবনই চলে গেল। স্বামীর চোখের সামনে মর্মান্তিক মৃত্য়ু হল স্ত্রীর। সকাল সাতটা নাগাদ বিধাননগর স্টেশনে নেমে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন লেকটাউন দক্ষিণদাঁড়ির বাসিন্দা সুষমা প্রসাদ। এভাবে এগোতে এগোতে পৌঁছে যান রেল চলাচলের ব্রিজের উপর। সঙ্গে ছিলেন তাঁর স্বামী বিকাশ প্রসাদ। হঠাৎ দেখেন আপ ও ডাউন, দুদিক থেকেই ট্রেন আসছে আর তিনি মাঝখানে। আতঙ্কে, প্রাণে বাঁচার তাগিদে রেলব্রিজের ফাঁক দিয়ে নিচে রাস্তায় ঝাঁপ দেন চল্লিশ বছরের ওই মহিলা।






















