এক্সপ্লোর
Advertisement

RG Kar Protest: পাহাড় চূড়াতেও RG করের ন্যায়বিচারের দাবি, সাড়ে ৬ হাজার ফিট উচ্চতায় অভিনব প্রতিবাদ
RG Kar Doctor Murder: কামারহাটি ট্রেকার্স অ্যাসোসিয়েশনের তরফে পর্বতারোহীরা কাং ইয়াৎসে অভিযানে গিয়েছিলেন গত ২১ অগাস্ট। নির্যাতিতার প্রতীকী ছবি দিয়ে ন্যায় বিচারের দাবি তোলা হল পাহাড় চূড়া থেকেই।

আর জি কর কাণ্ডের প্রতিবাদ পাহাড়চূড়ায়। - নিজস্ব চিত্র
1/10

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে গোটা দেশে, বিদেশেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদ আন্দোলন।
2/10

কলকাতার বুকে পথে রাত জাগছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষরা। গর্জে উঠেছে গোটা বাংলা।
3/10

অপরাধীদের কড়া শাস্তি ও ন্যায় বিচারের দাবিতে আওয়াজ উঠল এবার পাহাড় চূড়াতেও।
4/10

কামারহাটি ট্রেকার্স অ্যাসোসিয়েশনের তরফে পর্বতারোহীরা কাং ইয়াৎসে অভিযানে গিয়েছিলেন গত ২১ অগাস্ট।
5/10

৩০ অগাস্ট, শুক্রবার ৬৪০০ মিটার উচ্চ শৃঙ্গ জয় করলেন পর্বতারোহীরা।
6/10

শৃঙ্গজয়ের পর সেখান থেকেই উঠল 'উই ওয়ান্ট জাস্টিস' গর্জন।
7/10

নির্যাতিতার প্রতীকী ছবি দিয়ে ন্যায় বিচারের দাবি তোলা হল পাহাড় চূড়া থেকেই।
8/10

গত ২১ অগাস্ট লাদাখ হিমালয়ের কাং ইয়াৎসে প্রথম ও দ্বিতীয় শৃঙ্গ অভিযানের উদ্দেশে কামারহাটি ট্রেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দলনেতা প্রদীপ চক্রবর্তীর নেতৃত্বে রণদীপ অধিকারী, বিশ্বজিৎ বিশ্বাস, শম্পা ওঁরাও, শ্যামল আচার্য, প্রদীপ কুমার চক্রবর্তী ও অশোক সরকার দিল্লি থেকে লাদাখের উদ্দেশে রওনা হন।
9/10

২৬ অগাস্ট বেস ক্যাম্পে পৌঁছন তাঁরা। এরপর ২৮ তারিখ ক্যাম্প ওয়ান ছুঁয়ে ২৯ অগাস্ট ক্যাম্প টু-তে পৌঁছে যান তাঁরা।
10/10

ওইদিন রাত ১২টায় চারজন পর্বতারোহী প্রদীপ চক্রবর্তী, রণদীপ অধিকারী, বিশ্বজিৎ বিশ্বাস ও শম্পা ওঁরাও শৃঙ্গজয়ের উদ্দেশে রওনা দেন। ৩০ অগাস্ট সকাল সাড়ে ছটায় কাং ইয়াৎসে প্রথম শৃঙ্গ জয় করেন তাঁরা। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন। সেখানেই জাস্টিস ফর আর জি কর পোস্টারও নিয়ে গিয়েছিলেন পর্বতারোহীরা। - নিজস্ব চিত্র
Published at : 02 Sep 2024 11:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
