এক্সপ্লোর
BSNL 5G: জিও-এয়ারটেলের সঙ্গে হবে প্রতিযোগিতা, বিএসএনএলও আনছে ৫জি
5G Network: বেসরকারি কোম্পানিগুলি ৫জি পরিষেবা শুরু করেছে আগেই। এয়ারটেল, জিওর পর এবার ৫জি পরিষেবা নিয়ে আসছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল (BSNL 5G)।
BSNL
1/10

বেসরকারি কোম্পানিগুলি ৫জি পরিষেবা শুরু করেছে আগেই। এয়ারটেল, জিওর পর এবার ৫জি পরিষেবা পাওয়া যাবে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল (BSNL 5G)-এর থেকে। আগামী ৫-৭ মাসের মধ্যেই বাজারে পাওয়া যাবে এই সার্ভিস।
2/10

এই প্রসঙ্গে কেন্দ্রীয় টেলিকম ও রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণব জানিয়েছেন, ৪জি থেকে শীঘ্রই ৫জি পরিষেবাতে উন্নীত করা হবে সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল-কে।
Published at : 09 Dec 2022 06:27 PM (IST)
আরও দেখুন






















