এক্সপ্লোর
2022 Top Best Selling Smartphones: গতবছর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কোন ফোন? রইল সেরা দশের তালিকা
iPhone: গতবছর অর্থাৎ ২০২২ সালে যে দশটি ফোন সবচেয়ে বিক্রি হয়েছে তার মধ্যে রয়েছে ৮টি আইফোন।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

২০২২ সালের টপ বেস্ট সেলিং ফোনের তালিকায় রয়েছে মোট ৮টি আইফোন। কোন স্থানে কোন আইফোন মডেল রয়েছে দেখে নেওয়া যাক একঝলকে।
2/10

গতবছরের নিরিখে বেস্ট সেলিং ফোনের শীর্ষে রয়েছে আইফোন ১৩। তারপরেই রয়েছে আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স।
3/10

তৃতীয় স্থানে রয়েছে আইফোন ১৪ প্রো ম্যাক্স। চতুর্থ স্থানে রয়েছে আইফোন ১৪ প্রো। পঞ্চম স্থানে রয়েছে আইফোন ১৩ প্রো।
4/10

ষষ্ঠ স্থানে রয়েছে আইফোন ১২। সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো। নবম স্থানে রয়েছে আইফোনের বাজেট মডেল আইফোন এসই (২০২২)।
5/10

২০২২ সালের টপ বেস্ট সেলিং ফোনের তালিকায় দশম স্থানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোন। বাকি সবটাই দখল করেছে আইফোনের বিভিন্ন মডেল।
6/10

অবশেষে নতুন রঙের ভ্যারিয়েন্টে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস লঞ্চ হয়েছে। হলুদ রঙে এখন পাওয়া যাচ্ছে এই দুই আইফোন মডেল।
7/10

আইফোন ১৪ সিরিজের অন্য দুই মডেল আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স- নতুন রঙের ভ্যারিয়েন্টে লঞ্চ হয়নি।
8/10

গতবছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল আইফোন ১৪ সিরিজ। লঞ্চের পর আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস পাওয়া যাচ্ছিল ব্লু, মিডনাইট, পার্পল, স্টারলাইট এবং প্রোডাক্ট রেড- এই সমস্ত রঙের শেডে।
9/10

ভারতে আইফোন ১৪- র বেস মডেলের দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। অন্যদিকে আইফোন ১৪ প্লাস ফোনের বেস মডেলের দাম শুরু হচ্ছে ৮৯,৯০০ টাকা থেকে।
10/10

এই দুই আইফোনেই রয়েছে অ্যাপেলের এ১৫ বায়োনিক চিপসেট। এই দুই আইফোন ডাস্ট এবং ওয়াটার রেজিসট্যাট ডিভাইস। ছবি সূত্র- পিক্সেলস।
Published at : 08 Mar 2023 05:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















