এক্সপ্লোর
WhatsApp Features: হোয়াটসঅ্যাপের চ্যানেলে নতুন ফিচারের রোল আউট শুরু, অ্যাপেও আসছে নয়া সুবিধা
WhatsApp: ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপে কোন কোন নতুন পরিষেবার রোল আউট শুরু হয়েছে দেখে নিন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

হোয়াটসঅ্যাপে পাস-কি ফিচার (WhatsApp New Feature) চালু হবে একথা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। এবার এই ফিচারের রোল আউট শুরু হয়েছে অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের জন্য।
2/10

বিশ্বের সব প্রান্তেই হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য পাস-কি ফিচারের রোল আউট শুরু হয়েছে। তবে সব ইউজার একসঙ্গে এই ফিচারের সুবিধা পাবেন না। বরং ধাপে ধাপে ইউজারদের অ্যাপে যুক্ত হবে এই ফিচার।
Published at : 29 Oct 2023 05:05 PM (IST)
আরও দেখুন



















