Whatsapp Trick: একই মোবাইলে দুটি হোয়াটস্যাপ অ্যাকাউন্ট! কীভাবে?
By : abp ananda | Updated at : 21 Nov 2021 09:59 PM (IST)
WH_1
1/8
বর্তমানে ভিন্ন ভিন্ন প্রয়োজনে, ভিন্ন কাজের জন্য অনেকেই দু-দুটি মোবাইল নম্বর ব্যবহার করেন। এই প্রয়োজনের কথা মাথায় রেখেই স্মার্টফোন কোম্পানিগুলি তাদের ফোনে দুটি করে সিমের বিকল্প দিয়ে থাকে। কিন্তু এরইমধ্যে একটা বিষয় ব্যবহারকারীদের সমস্যায় ফেলে, তা হল একই ফোনে দুটি হোয়াটস্যাপ অ্যাকাউন্ট চালানো।
2/8
কোনও পথ না পেয়ে অনেকেই ২ টি হোয়াটস্যাপ অ্যাকাউন্ট চালাতে আর একটি ফোন কিনে নেন। কিন্তু এই সমস্যা দূর করার একটা সহজ সমাধান রয়েছে। এই পদ্ধতি অনুসরণ করে একই ফোনে দুটি হোয়াটস্যাপ অ্যাকাউন্ট চালানো যায়।
3/8
খুব বেশি ঝামেলা না করেই কেউ একই ফোনে দুটি অ্যাকাউন্ট চালাতে চাইলে সবচেয়ে প্রথমে নতুন ফোন নেওয়ার সময় কোম্পানির বিষয়টি খেয়াল রাখতে হবে। Vivo, Huawei, Xiaomi ও Oppo-র মতো মোবাইল কোম্পানিগুলি তাদের অধিকাংশ মোবাইলে সোশাল মিডিয়া অ্যাপ ক্লোন করার বিকল্প দেয়। এতে খুব সহজেই একই ফোনে দুটি অ্যাকাউন্ট চালানো যেতে পারে।
4/8
এছাড়াও স্যামসাংও তাদের কয়েকটি লেটেস্ট মোবাইলে ক্লোন অ্যাপের ফিচার রেখেছে। এতে ফোনের সেটিং বদল ঘটাতে হবে। প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেখানে ক্লোন অ্যাপ বা ডুয়াল অ্যাপ খুঁজতে হবে।
5/8
ওই অপশনে গিয়ে কিছু সোশাল মিডিয়া অ্যাপের অপশন দেখা যাবে, যেগুলি ক্লোন করা যেতে পারে। এগুলির মধ্যে হোয়াটস্যাপও থাকবে। সেটিকে ক্লোন করে নিতে হবে। এরপর দ্বিতীয় নম্বর থেকে লগ ইন একটি ফোন থেকে দুটি হোয়াটস্যাপ অ্যাকাউন্ট চালাতে পারা যায়।
6/8
ফোনে ক্লোন অ্যাপের ফিচার না থাকলেও নিরাশ হওয়ার প্রয়োজন নেই। এছাড়াও আরও কয়েকটি পদ্ধতির সাহায্যএ ফোনে দুটি হোয়াটস্যাপ অ্যাকাউন্ট চালানো যায়।
7/8
এজন্য গুগল প্লে স্টোরে কয়েকটি এমন অ্যাপ পাওয়া যাবে, যেগুলির সাহায্যে একই ফোনে দুটি হোয়াটস্যাপ অ্যাকাউন্ট চালানো যায়। ওই অ্যাপগুলি ফোনে ডাউনলোড করতে হবে।
8/8
এক্ষেত্রে 2 Face: Cloner for 2 WhatsApp, Multiple Accounts: Dual Accounts & Parallel space, Dual Apps, Multi Parallel: Multiple Accounts & App Clone-এর মতো আরও কিছু অ্যাপ মিলবে। এগুলিকে ডাউনলোড করে নতুন নম্বর থেকে লগ ইন করে অন্য অ্যাকাউন্ট চালাতে পারা যাবে।