এক্সপ্লোর
WhatsApp : ভারতে পরিষেবা বন্ধ করবে হোয়াটসঅ্যাপ ! সরকারকে কি জানাল তারা ?
WhatsApp Meta shut down : জনপ্রিয় চ্যাট প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপ কি দেশে পরিষেবা বন্ধ করে পাততাড়ি গোটাতে চাইছে ? প্রশ্ন তোলা হল সংসদে।
জনপ্রিয় চ্যাট প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপ কি দেশে পরিষেবা বন্ধ করে পাততাড়ি গোটাতে চাইছে ? প্রশ্ন তোলা হল সংসদে
1/10

কংগ্রেস সাংসদ বিবেক তঙ্খার কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন ছিল, ব্যবহারকারীদের তথ্যাদি জানাতে হবে, এই মর্মে সরকার-প্রদত্ত নির্দেশিকার জেরে কি ভারত থেকে পরিষেবা গুটিয়ে নি্তে চলেছে হোয়াটস অ্যাপ ?
2/10

এর আগে, চলতি বছরের শুরুতে হোয়াটসঅ্যাপের তরফে দিল্লি হাইকোর্টে জানানো হয়, মেসেজ এনক্রিপশন ভাঙার কোনওরকম নির্দেশ সরকারের থেকে এলে, বাধ্য করা হলে, তারা এদেশে পরিষেবা বন্ধ করে দেবে।
Published at : 28 Jul 2024 12:54 AM (IST)
আরও দেখুন






















