Shani Vakri 2024: শিবের মাসেও শনির দৃষ্টি বহাল! রাশিতে চরম কোপ, কোন উপায়ে বশে বড়ঠাকুর?
Shani Dev, Astrology:মকর, কুম্ভ, বৃশ্চিক, কর্কট ও মীন রাশির মানুষদের শনির প্রকোপ এড়াতে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শনি বক্রী ২০২৪: শ্রাবণ মাসেও শনির প্রভাব। শনির এই পিছিয়ে যাওয়া গতি ১৩৯ দিন ধরে চলবে। যা অনেক রাশির জন্য অশুভ প্রমাণিত হবে। শ্রাবণ মাস শুরু হতে চলেছে, তাই বিপরীতমুখী শনির অশুভ প্রভাব এড়াতে এই মাসে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে ভুলবেন না।
১৫ নভেম্বর 2024-এ শনির এই বক্রী যোগ শেষ হবে। নভেম্বর পর্যন্ত শনি বিপরীত দিকে (শনি বক্রী) যাবে। এমতাবস্থায় মকর, কুম্ভ, বৃশ্চিক, কর্কট ও মীন রাশির মানুষদের শনির প্রকোপ এড়াতে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিপরীতমুখী শনির অশুভতা থেকে মুক্তি পেতে, শ্রাবণ মাসে প্রতিদিন ভগবান শিবের জলাভিষেক করুন। শাস্ত্র অনুসারে, ভগবান শিবকে শনির গুরু বলে মনে করা হয়, তাঁর পুজো করলে শনি খুশি থাকেন। শ্রাবণে শনিবার উপবাস করলে, হনুমানজির পুজো, শনি মন্ত্র, শনি যন্ত্র ও ছায়াপত্র দান করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।
শবনের শনিবার মন্দিরে গিয়ে শনি স্তোত্র পাঠ করুন। আপনি চাইলে অশ্বত্থ গাছের নিচে বসেও শনি স্তোত্র পাঠ করতে পারেন। কথিত আছে যে এর ফলে শনির সাড়ে সাতির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।
আপনি যদি শনির বিপরীতমুখী গতিবিধির কারণে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন, তাহলে শমী গাছের মূল শিবলিঙ্গে নিবেদন করুন এবং পরের দিন এটি আপনার নিরাপদ বা অর্থের জায়গায় রাখুন। এটা বিশ্বাস করা হয় যে এটি আর্থিক সংকট দূর করে।
শিব পুরাণে বলা হয়েছে যে আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে মানসিক ও আর্থিক চাপ দূর হয়। টাকার অভাবও হবে না।
আরও পড়ুন, শনির পথে সূর্যের প্রবেশ, টালমাটাল রাশিচক্র, ৩ রাশিতে বাড়তে পারে বিপদ
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে