Merlin Serenia: মার্লিন সেরেনিয়া, প্রকৃতি আর আধুনিকতায় মাখামাখি আপনার নিজের বাড়ি
ABP Live: কলকাতার বুকে চোখ ধাঁধানো বহুতল আবাসন সাধারণ মানুষের জন্য নিয়ে আসছে 'মার্লিন গ্রুপ' (Merlin Group)। 'মার্লিন সেরেনিয়া'র সুযোগ সুবিধা মুগ্ধ করবে আপনাদের।
কলকাতা: নিজের একটা ছিমছাম সুন্দর গোছানো ফ্ল্যাট থাকবে, যেখানে সুস্থ পরিবেশ, ভাল যোগাযোগ ব্যবস্থা থাকবে, তেমন ইচ্ছা কার না হয়? এই সবকিছুর সঙ্গে ধরুন কোথাও পেলেন সুন্দর 'লেকসাইড ভিউ' (Lakeside View)! ঘুম থেকে উঠলেই মন ভাল করে দিতে পারে এমন পরিবেশ! আপনার সমস্ত পছন্দের কথা মাথায় রেখে ঠিক এই ধরনের বাসস্থান নিয়ে আসছে 'মার্লিন'। তৈরি হচ্ছে তাদের প্রজেক্ট 'মার্লিন সেরেনিয়া' (Merlin Serenia)। কী কী থাকছে সেখানে? মিলবে কোন কোন সুবিধা? ঠিক কোথায় তৈরি হচ্ছে এই বহুতল? সমস্ত তথ্য রইল এখানে।
'মার্লিন সেরেনিয়া'র বিলাসবহুল ফ্ল্যাটে স্বাগত আপনাদের!
কলকাতার বুকে চোখ ধাঁধানো বহুতল আবাসন সাধারণ মানুষের জন্য নিয়ে আসছে 'মার্লিন গ্রুপ' (Merlin Group)। 'মার্লিন সেরেনিয়া'র সুযোগ সুবিধা মুগ্ধ করবে আপনাদের। এখানের দুর্দান্ত লেকসাইড লিভিং আপনাদের জীবনযাত্রাকে অতুলনীয় করে তুলতে পারে। জেনে নেওয়া যাক কী কী চমক রেখেছে 'সেরেনিয়া'।
আচ্ছা, বিলাসবহুল জীবনযাপন বলতে কী ভাবেন আপনি? যা ভাবেন ঠিক সেরকমই, হয়তো বা তার থেকেও বেশি রয়েছে এই সেরেনিয়াতে। গ্রাউন্ড ফ্লোরের সঙ্গে ২৮তলা (G+28) এই হাইরাইজ (high rise building) বিটি রোডের (BT Road) উপর দাঁড়িয়ে থাকা সবচেয়ে উঁচু আবাসন। যা এখানকার বাসিন্দাদের জন্য এক দুর্দান্ত অভিজ্ঞতা হতে চলেছে। এই 'সেরেনিয়া' বাকি সব প্রজেক্টের থেকে আলাদা। কারণ এখানে রয়েছে অনন্য 'লেকসাইড লিভিং ফেসিলিটি'। মানে ধরুন, সকালে ঘুম থেকে উঠছেন, তারপর পর্দা সরালেই আপনার সামনে সবুজ গাছপালায় ঘেরা লেকের দৃশ্য। নিবিড় শান্তি আর প্রাকৃতিক সৌন্দর্য্যের আদর্শ মেলবন্ধন। মন ভাল হবেই।
'সেরেনিয়া'য় থাকছে নিখুঁত ডিজাইনের 3BHK আর 4BHK ফ্ল্যাট। যা একবার দেখলেই বোঝা যাবে 'সেরেনিয়া' বিলাস এবং আরামের মেলবন্ধনের সেরা উদাহরণ। ফ্ল্যাটে ঢুকেই বিশাল লিভিং আর ডাইনিং অংশ নজর কাড়বে। ফ্ল্যাটের এই জায়গাটা যে কতরকমভাবে সাজানো যেতে পারে সেই প্ল্যানিং মাথা থেকে বেরই করতে পারবেন না! ধরুন, বন্ধুদের সঙ্গে অফিস পার্টি বা পরিবারের সঙ্গে হাউজ পার্টি করতে চান, এই জায়গাটা একেবারে উপযুক্ত। বাড়িভর্তি লোকজন, আর গোটা জায়গাটা হাসি-মজা-আড্ডায় একেবারে গমগম করছে।
ফ্ল্যাট নিয়ে ভাবলেই কটা বাথরুম রয়েছে, সেটাও কিন্তু আমাদের মাথায় থাকে। আর যেই ফ্ল্যাটে তিন তিনটে শৌচাগার থাকবে, সেখানে গৃহকর্তার প্রাইভেসিও যেমন বজায় থাকবে তেমনই হাউজ পার্টির সময় প্রত্যেক অতিথির জন্যও সুবিধাজনক হবে। সেই সঙ্গে এখানকার ফ্ল্যাটগুলোর আরও একটি সুবিধা হচ্ছে, এগুলি তিন দিক খোলা। অর্থাৎ সারাদিন আপনার ঘরে আলো-বাতাস প্রচুর পরিমাণে প্রবেশ করবে। অর্থাৎ ইলেকট্রিকের বিলটাও কম আসবে!
এরপর ফ্ল্যাটের বিশাল ব্যালকনি! চোখ জুড়িয়ে যাবে। প্রিয় মানুষের সঙ্গে একান্তে 'কোয়ালিটি টাইম' কাটানোর জন্য এক্কেবারে আদর্শ জায়গা! মনে মনে ভাবুন তো, একটা রোম্যান্টিক ক্যান্ডেললিট ডিনার, সামনেই লেক ভিউ, চোখের আরাম, প্রাণের শান্তি। শহরের উত্তরে এমন খোলামেলা পরিবেশে ফ্ল্যাট কিন্তু সত্যিই বিরল।
তবে যদি ভাবেন, 'সেরেনিয়া' শুধু বিলাসবহুল আর লেটেস্ট ডিজাইনের ঘর তৈরি করেই থেমে গিয়েছে, তাহলে ভীষণ ভুল করবেন। কারণ এই প্রজেক্টে রয়েছে অসাধারণ সমস্ত সুযোগ-সুবিধা। যেমন? স্যুইমিং পুল, ফুটবল গ্রাউন্ড, টেনিস কোর্ট। নিজের কমিউনিটির মধ্যেই স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সবরকম সুবিধা রেখেছে 'মার্লিন সেরেনিয়া'। যাঁদের জন্য যাতায়াতের সুবিধা থাকা একটা বড় চিন্তা, তাঁদের জন্যও রয়েছে সুবিধা। 'মার্লিন সেরেনিয়া' থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে মেট্রো স্টেশন। তাও একটা নয়, কাছাকাছি রয়েছে তিন তিনটে মেট্রো স্টেশন। একদিকে লেকসাইডের আমেজ, অন্যদিকে শহরের সঙ্গে সহজ যোগাযোগ, দুই ধরনের সুবিধা একসঙ্গে। আগে কখনও শুনেছেন?
তাহলে আর দেরি কীসের? নজরে রাখুন 'মার্লিন সেরেনিয়া'কে আর সেইসঙ্গে 'Feel Boundless'। আরও এই ধরনের আরও এক্সক্লুসিভ প্রপার্টি শোকেসের জন্য চোখ রাখুন এবিপি লাইভে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন