এক্সপ্লোর
Advertisement
শিক্ষিত ক্রিকেটারের অভাব পাক দলের খারাপ খেলার কারণ: পিসিবি প্রধান
কোয়েটা: জাতীয় দলে শিক্ষিত ক্রিকেটার নেই। আর এটাই পাক ক্রিকেট দলের সাম্প্রতিক জঘন্য পারফরম্যান্সের অন্যতম কারণ। এমনটাই মনে করেন পাক ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়র খানের। কোয়েটা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শাহরিয়র জানিয়েছেন, দলে মিসবা উল হক ছাড়া আর কোনও স্নাতক নেই। শিক্ষিত ক্রিকেটারের অভাবই দলের সাম্প্রতিক বিপর্যয়ের প্রাথমিক কারণ।
শাহরিয়র বলেছেন, ভবিষ্যতে শিক্ষিত ক্রিকেটারদের দলে নেওয়া হবে এবং তাঁদের উত্সাহ দেওয়া হবে। এছাড়াও নতুন প্রতিভাদের গড়ে তোলা হবে।
পিসিবি প্রধান একইসঙ্গে বলেছেন, শৃঙ্খলা ও ফিটনেসের বিষয়ে কোনও কিছুর সঙ্গে আপস করা হবে না। তিনি জানিয়েছেন, আহমেদ শেহজাদ, উমর আকমলকে শৃঙ্খলাজনিত কারণেই দলে নেওয়া হয়নি।
জাতীয় ক্রিকেটের উন্নতির জন্য অনুর্ধ ১৯ ক্রিকেটের দিকে আরও বেশি গুরুত্ব পিসিবি দেবে বলে জানিয়েছেন শাহরিয়র। উল্লেখ্য, বাংলাদেশে আয়োজিত যুব বিশ্বকাপে পাকিস্তানের দল গঠন নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। শাহরিয়র বলেছেন, কয়েকজন যোগ্য ক্রিকেটারের পরিবর্তে অযোগ্যদের যুব দলে অন্তর্ভূক্ত করার বিষয়টি নজরে এসেছে। এই ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পিসিবি প্রধান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement