BCCI: টেস্ট খেললেই পকেটে ঢুকবে বাড়তি টাকা, সিরিজ জিততেই বোর্ডের ঐতিহাসিক সিদ্ধান্ত
Indian Cricket Team: এক মরশুমে একজন ক্রিকেটার যত বেশি টেস্ট খেলবেন, সেই হিসেবে বাড়তি ইনসেন্টিভও পাবেন তিনি। ম্য়াচ ফি ও কেন্দ্রীয় চুক্তির অর্থের বাইরে গিয়ে সেই টাকা বোর্ডের তরফ থেকে দেওয়া হবে।
মুম্বই: টেস্ট খেলাকে প্রাধান্য দিলেই এবার মিলবে উপহার। তাও আবার নগদ অর্থের। অঙ্কটা প্রায় কোটির কাছাকাছি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। আর এরপরই বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) এক বড় ঘোষণা করলেন, যা নিঃসন্দেহে বিরাট-রোহিতদের তো অবশ্যই এমনকী তরুণ ক্রিকেটারদেরও টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে বাধ্য করবে।
এক মরশুমে একজন ক্রিকেটার যত বেশি টেস্ট খেলবেন, সেই হিসেবে বাড়তি ইনসেন্টিভও পাবেন তিনি। ম্য়াচ ফি ও কেন্দ্রীয় চুক্তির অর্থের বাইরে গিয়ে সেই টাকা বোর্ডের তরফ থেকে দেওয়া হবে। জয় শাহ-র পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে, তাতে জানানো হয়েছে যে, এক বছরে যতগুলো টেস্ট ম্য়াচ খেলা হবে, তার ৭৫ শতাংশ ম্য়াচ যদি কোনও ক্রিকেটার খেলেন, তবে তাঁকে বাড়তি সাম্মানিক দেওয়া হবে। কোনও ক্রিকেটার যদি কোনও ক্রিকেটার যদি ৫০ শতাংশের কম ম্য়াচ খেলেন, তিনি সেই ইনসেন্টিভ পাবেন না। ঘোষণা অনুযায়ী, প্রথম একাদশে থাকলে ম্যাচ পিছু ৩০ লক্ষ টাকা এবং প্রথম একাদশে না থাকলে ম্যাচ পিছু ১৫ লক্ষ টাকা করে পাওয়া যাবে। বোর্ডের কোষাগার থেকে ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
ধরা যাক বছরে ৯টি টেস্ট ম্য়াচ খেলা হবে। সেক্ষেত্রে যদি পাঁচ বা ছয়টি টেস্ট খেলেন কোনও ক্রিকেটার তিনি একাদশে থাকলে ৩০ লক্ষ টাকা ও একাদশে না থাকলে ১৫ লক্ষ টাকা পাবেন। এবার যদি কােনও ক্রিকেটার ৭৫ শতাংশের বেশি বা ৭টি-র বেশি ম্য়াচ খেলেন, তবে তিনি একাদশে থাকলে ৪৫ লক্ষ টাকা ভাতা পাবেন। অন্যদিকে, একাদশের বাইরে থাকলে ২২.৫ লক্ষ টাকা পাবেন।
ধর্মশালা টেস্টে ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২১৮ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪৭৩ রান বোর্ডে তুলে নেয় টিম ইন্ডিয়া। শতরান হাঁকান রোহিত শর্মা ও শুভমন গিল। ৫৮ বলে ৫৭ রানের ঝকঝকে ইনিংস নবাগত যশস্বী জয়সওয়ালের। এরপর শোয়েব বশিরের বলে যশস্বী স্ট্যাম্প আউট হতেই রোহিতের সঙ্গে সঙ্গ দিতে মাঠে নামেন শুভমন গিল। রোহিত শর্মা ১০৩ রানের ইনিংস খেলেছেন। গিল ১১০ রানের ইনিংস খেলেন।
আরও পড়ুন: কুলদীপের ব্যাটিংয়ে মুগ্ধ রোহিত, দরাজ সার্টিফিকেট দিলেন চায়নাম্য়ানকে