আমাকে ধোনি, মাহি, ভাই বলে ডাকতে পারো, তবে স্যার নয়, যখন চহালকে বলেছিলেন এমএসডি
নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে প্রথম সাক্ষাত হতে চলেছে-- এটা ভেবেই যে কোনও উঠতি ক্রিকেটারের মনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হতে পারে। ধোনির মতো একজন লেজেন্ডকে সকলেই শ্রদ্ধা করে থাকেন। বাইরে অনেকেই মনে করেন, তিনি হয়ত সকলের কাছে অতিরিক্ত সম্মান দাবি করে থাকেন।
কিন্তু, বাস্তবে তেমনটা নয়। ধোনি নিজে ভীষণই হাল্কা মেজাজে থাকেন। যে কোনও সময় তাঁর কাছে যাওয়া যায়। অন্তত, যুযবেন্দ্র চহাল তেমনটাই জানালেন। ২ বছর আগে জিম্বাবোয়ে বিরুদ্ধে একদিনের সিরিজে ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলে প্রথম সুযোগ পান যুযবেন্দ্র।
https://twitter.com/yuzi_chahal/status/1002191726847692800প্রথম সাক্ষাতের কথা স্মরণ করে চহাল জানান, তিনি ধোনিকে মাহি স্যার বলে সম্বোধন করেছিলেন। বলেন, আমি যখন প্রথম ধোনির সামনে ছিলাম, তাঁকে আমি মাহি স্যার বলে সম্বোধন করতাম। কিছুদিন পর, তিনি (ধোনি) আমাকে ডেকে বলেন, আমাকে মাহি, ধোনি, মহেন্দ্র সিংহ ধোনি বা ভাই—যা খুশি ডাকতে পারো। কিন্তু, স্যার নয়।
যযুবেন্দ্র যোগ করেন, আমি ওডিআই ক্যাপ এমএস ধোনির থেকে পাই। তিনি একজন লেজেন্ড। আমি প্রথমবার তাঁর সঙ্গে সাক্ষাত করছি। আমি তো তখন তাঁর সামনে কথাই বলতে পারছিলাম না। কিন্তু, তিনি এত সুন্দর কথা বলেন, যে আপনি নিজে ভাবতে শুরু করবেন, ইনি সত্যিই ধোনি তো?