Akash Deep: নেই বুমরা, বদলি হিসাবে রাঁচিতে নিজের অভিষক ঘটাচ্ছেন বাংলার আকাশ দীপ
IND vs ENG 4th Test: প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বর্তমানে দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে তিনি টেস্ট ক্যাপটি পান।
রাঁচি: ইংল্যান্ডের বিরুদ্ধে আজ থেকে চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test) মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচের জন্য যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে ভারতীয় একাদশে সুযোগ পাওয়ার লড়াইটা ছিল বাংলার দুই ফাস্ট বোলার মুকেশ কুমার এবং আকাশ দীপের (Akash Deep) মধ্যে। তবে অনুশীলন দেখেই আঁচ করা গিয়েছিল যে রাঁচিতে আকাশ দীপ অভিষেক ঘটাতে পারেন। হলও তাই।
চতুর্থ টেস্টে ভারতের হয়ে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটাচ্ছেন আকাশ দীপ। প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বর্তমানে দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে তিনি টেস্ট ক্যাপটি পান। ঘরোয়া ক্রিকেটে পারফরম্য়ান্স ছিলই। সম্প্রতি ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে তিন ম্যাচে ১২ উইকেট নিয়ে তিনি জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন। বুমরার বিশ্রাম আকাশকে জাতীয় দলে জায়গা করে দেয়।
Say hello to #TeamIndia newest Test debutant - Akash Deep 👋
— BCCI (@BCCI) February 23, 2024
A moment to cherish for him as he receives his Test cap from Head Coach Rahul Dravid 👏 👏
Follow the match ▶️ https://t.co/FUbQ3Mhpq9 #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/P8A0L5RpPM
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথমে ব্যাট করা নিয়ে তাঁর মনে কোনওরকম ধন্দ ছিল না। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও জানান যে তিনিও টস জিতলে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতেন। পাশাপাশি এই ম্যাচে বুমরা, কোহলির মতো অনেক সিনিয়ররা না থাকলেও, রোহিতের গলায় তরুণদের নিয়ে আশার সুর শোনা গেল।
'আমরাও টস জিতলে প্রথমে ব্যাটিং করতাম। পিচটা দেখে শুকনো মনে হচ্ছে এবং পিচের অনেক জায়গায় চিড়ও আছে। বিগত দুই ম্যাচ আমাদের জন্য বেশ ভাল কেটেছে এবং ওই একইভাবে আমাদের খেলা চালিয়ে যেতে হবে। স্কোয়াডের তরুণদের জন্য আমি গর্বিত। ওরা এই চ্যালেঞ্জ এবং দায়িত্বটা মাথা পেতে নিয়েছে। নিজেদের প্রতিভায় আস্থা রয়েছে ওদের, যা ভবিষ্যতের জন্য খুবই ভাল খবর। দলে একটাই বদল ঘটানো হয়েছে। আকাশ দীপ নিজের অভিষেক ঘটাচ্ছেন।', বলেন ভারতীয় অধিনায়ক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রাক্তন অধিনায়কের শহরে একাধিক রেকর্ড গড়ার সুযোগ রোহিতের, মাইলফলক স্পর্শের হাতছানি যশস্বীরও