Asia Cup 2025: টিম ইন্ডিয়ার নেটেও পাক-বয়কট! দেওয়া হয়েছে পাকিস্তানি নেট বোলারদের এড়িয়ে যাওয়ার কড়া নির্দেশ?
India Cricket Team: ভারতীয় দল নিয়মরক্ষার ম্যাচের আগে বুধবার অনুশীলনে নামেননি, বরং তার বদলে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

দুবাই: দুরন্ত ছন্দে এশিয়া কাপের (Asia Cup 2025) অভিযান শুরু করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। দাপুটে মেজাজে প্রথম দুই ম্যাচে আমিরশাহি ও পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে খেলতে নামবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। সেই ম্যাচের আগেই ভারতীয় দলকে কড়া নির্দেশ দিয়েছে বিসিসিআই!
Geo News-র এক রিপোর্টে দাবি করা হচ্ছে রবিবার পাকিস্তান বিরুদ্ধে ম্যাচশেষে করমর্দন বিতর্কের পর ভারতীয় বোর্ডের তরফে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের পাকিস্তানি নেট বোলারদের সঙ্গে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত, দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, সব দেশের নেট বোলাররাই দলগুলিকে নিজেদের প্রস্তুতি সারতে সাহায্য করেন। নেট সেশনের পর অনেক বোলারদের সঙ্গেই অতীতে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ছবি তুলতে, না না পরামর্শ দিতে দেখা গিয়েছে। এমনকী ২০১৮-১৯ সালে বর্তমানে পাকিস্তান জাতীয় দলের বোলার হ্যারিস রউফও অস্ট্রেলিয়ায় ভারতের নেট বোলারই ছিলেন। সেই সময় কোহলির তরফে তিনি না না পরামর্শও পেয়েছিলেন বলে পরে জানান হ্যারিস।
তবে দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং এশিয়া কাপের শুরুতেই করমর্দন কাণ্ডের পর এমনটা যাতে না হয়, সেই বিষয়ে তৎপর ভারতীয় বোর্ড। উল্লেখিত রিপোর্টে দাবি করা হয়েছে ভারতীয় ক্রিকেটারদের পাক নেট বোলারদের সঙ্গে সাধারণ কথাবার্তা বলা বা নেট সেশনের পর তাঁদের সঙ্গে ছবি তোলা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ওই একই রিপোর্টে জানানো হয় যে নেট বোলারদের অনুশীলন শুরু করার আগে নিজেদের মোবাইল ফোনও জমা করতে বলে দেওয়া হয়েছে। অনুশীলন শেষেই ফের একবার তাঁদেরকে তাঁদের ফোন ফিরিয়ে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, টুর্নামেন্টের পূর্বে বিসিসিআইয়ের যে সূচি প্রকাশ করা হয়েছিল, তাতে বুধবার, ১৭ সেপ্টেম্বর বিকেল ছয়টা থেকে ভারতীয় দলের তিন ঘণ্টার অনুশীলন করার কথা ছিল। তারপর টিম ইন্ডিয়ার তরফে এক প্রতিনিধিও মিডিয়ার সামনে হাজির হবেন বলে জানানো হয়েছিল। তবে গতকাল টিম ইন্ডিয়া কোনওরকম অনুশীলন করেনি। বিসিসিআইয়ের তরফে জানানো হয় বুধবার দিনটি ভারতীয় দলের 'রেস্ট ডে'। বৃহস্পতিবার ভারতীয় দল নিয়মরক্ষার ওমান ম্যাচের আগে অবশ্য অনুশীলন করবে এবং দলের তরফে প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনেও কোনও প্রতিনিধি উপস্থিত থাকবেন বলেই ঘোষণা করা হয়।




















