Asia Cup: এশিয়া কাপের আগে আমিরশাহিতে প্রস্তুতি শিবির ভারতের, কবে থেকে শুরু?
Aisa Cup 2025 Indian Cricket: সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল নিজেদের ঝালিয়ে নিতে পারবে সেখানকার পরিবেশের সঙ্গে। দুবাই ও শারজাহতে যে প্রবল গরমের সম্মুখিন হতে হয় ক্রিকেটারদের।

মুম্বই: ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ড্র করে ফেরার প্রথমবার মাঠে নামতে চলেছে এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরশাহিতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হতে চলেছে আসন্ন এশিয়া কাপ টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে নামার আগে প্রস্তুতি ক্যাম্প আয়োজন করতে চলেছে বিসিসিআই।
সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল নিজেদের ঝালিয়ে নিতে পারবে সেখানকার পরিবেশের সঙ্গে। দুবাই ও শারজাহতে যে প্রবল গরমের সম্মুখিন হতে হয় ক্রিকেটারদের। তা মানিয়ে নেওয়ার জন্যই এই ক্যাম্পের আয়োজন করতে চলেছে বিসিসিআই। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী এশিয়া কাপ শুরু হওয়ার ৩-৪ দিন আগেই গোটা দলের সব প্লেয়াররাই ক্যাম্পে অংশ নিয়ে নেবেন।
এশিয়া কাপে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচ হতে চলেছে ১৪ সেপ্টেম্বর। সেদিন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার কথা সূর্যকুমারের দলের। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান ম্য়াচ আদৌ হবে কি না, তা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত মাঠে নামবে ২ দল, এমনটাই সূত্রের খবর।
এশিয়া কাপে খেলবেন বুমরা?
বুমরা হালে ইংল্যান্ডে টেস্ট খেললেও দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে সীমিত ওভারের ক্রিকেট ম্য়াচ খেলেননি। ৩১ বছর বয়সি ভারতীয় বোলার সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষবার সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের হয়ে মাথায় নেমেছিলেন। তারকা বোলার ওয়ান ডে ক্রিকেট খেলেছিলেন তারও আগে। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল ছিল তাঁর ওয়ান ডে ম্যাচ। এই বছরের শুরুতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী স্কোয়াডের অংশ ছিলেন না বুমরা। তবে দীর্ঘ সময় পর অবশেষে তিনি ভারতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেট ফিরতে চলেছেন বলেই খবর।
ইতিমধ্যেই পাকিস্তান দল এশিয়া কাপের জন্য নিজেদের দল ঘোষণা করে দিয়েছে। তবে ভারতীয় দলের এশিয়া কাপের স্কোয়াড এখনও ঘোষিত হয়নি। শোনা যাচ্ছে আসন্ন মঙ্গলবার, ১৯ অগাস্ট অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচকমণ্ডলী এই মেগা টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করবে। মুম্বইয়েই হবে দল নির্বাচন। সেই দলে বুমরা থাকেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।
তবে শুধু বুমরা নয়, ভারতীয় নির্বাচকমণ্ডলী দল বাছাইয়ের আগে আরও একটি ইতিবাচক খবর পেয়েছেন বলে শোনা যাচ্ছে। নির্বাচনের আগে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিটনেস নিয়েও সংশয় ছিল। তবে সেই সংশয় দূর হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী সূর্যকুমার যাদবের হালেই ফিটনেস পরীক্ষা হয়েছিল। শোনা যাচ্ছে সেই ফিটনেস টেস্টে সূর্যকুমার পাশ করেছেন।




















