IND vs ENG 5th Test: বাদ পড়লেন পাতিদার, ধর্মশালায় টেস্ট অভিষেক দেবদত্ত পাড়িক্কালের
Devdutt Padikkal: চলতি সিরিজ়ে পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে নিজের অভিষেক ঘটাচ্ছেন দেবদত্ত পাড়িক্কাল।
ধর্মশালা: দৃষ্টিনন্দন এইপিসিএ স্টেডিয়ামে নিজের শততম টেস্ট খেলতে নামছেন আর অশ্বিন। আর তাঁর হাত থেকেই টেস্ট ক্যাপ পেলেন দেবদত্ত পাড়িক্কাল (Devdutt Padikkal)। অশ্বিনের শততম টেস্টেই নিজের টেস্ট অভিষেক ঘটাচ্ছেন তরুণ পাড়িক্কাল। ধর্মশালায় ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্টে (IND vs ENG 5th Test) রজত পাতিদারের (Rajat Patidar) বদলে দলে জায়গা পেলেন তিনি। অপরদিকে, গত ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল যশপ্রীত বুমরাকে। এই ম্যাচে তিনি স্কোয়াডে ফেরেন। তাঁর জন্য আকাশদীপকে জায়গা ছেড়ে দিতে হল। এই দুই বদল ঘটিয়েই মাঠে নামছে ভারতীয় দল।
Test Cap number 3⃣1⃣4⃣
— BCCI (@BCCI) March 7, 2024
Congratulations to Devdutt Padikkal who is all set to make his Test Debut! 👏👏
Go well @devdpd07 🙌
Follow the match ▶️ https://t.co/OwZ4YNua1o#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/6XdcvaKl0s
রজত পাতিদারের ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন ছিলই। lতিনি এই সিরিজ়েই নিজের অভিষেক ঘটিয়েছিলেন। ছয় ইনিংসে একটিও অর্ধশতরান আসেনি তাঁর ব্যাট থেকে। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল তাঁর বদলে দেবদত্তকে খেলিয়ে দেখা নেওয়া হবে। অবশ্য পরে তাতে বদল ঘটে। ম্যাচের আগের দিনও ভারতীয় অনুশীলন দেখে মনে হচ্ছিল পাতিদারই ধর্মশালায় মাঠে নামবেন। কিন্তু দুর্ভাগ্যবশত তা আর হল না। তবে ফর্ম নয়, পাতিদারকে চোটের কারণে এই ম্যাচে মাঠের বাইরে বসতে হচ্ছে।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানান গতকাল সন্ধেবেলা পাতিদার ভারতীয় অনুশীলনের সময় চোট পেয়েছেন। রজত পাতিদার চোটের কারণেই বাদ পড়েছেন বলে টসের সময়ই জানান ভারতীয় অধিনায়ক। রোহিতের মন্তব্যের পর বোর্ডের তরফেও পাতিদারের চোটের খবর জানানো হয়। বিসিসিআইয়ের তরফেই তারপর এক বিবৃতিতে জানানো হয় গতকাল অনুশীলনের সময় পাতিদারের বাঁ গোড়ালিতে চোট লাগে। আজ সকালে তাঁর গোড়ালিতে ব্যথা থাকায় তিনি মাঠে নামতে পারছেন না।
UPDATE: Rajat Patidar got hit on his left ankle during Team India's practice session on 6th March, 2024. He pulled up sore on the morning of the game and was not available for selection for the 5th Test.#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) March 7, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: উৎকণ্ঠার মুহূর্তে পাশে দাঁড়িয়েছিলেন পূজারা, অশ্বিনের আচমকা বাড়ি ফেরার কারণ জানালেন স্ত্রী