IND vs AUS 5th T2OI: বেঙ্গালুরুতে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে বাঁধা হয়ে দাঁড়াবে বৃষ্টি? কেমন হবে চিন্নাস্বামীর পিচ?
India vs Australia: পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ়ে ইতিমধ্যেই তিন ম্যাচ জিতে সিরিজ় জিতে নিয়েছে ভারতীয় দল।
বেঙ্গালুরু: রায়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ রানে জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় (IND vs AUS 5th T20I) নিজেদের নামে করে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল। আজ সিরিজ়ের শেষ ম্যাচ তাই আপাত অর্থে নিয়মরক্ষারই। তবে এই নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় দলের সামনে নিজেদের বেঞ্চ শক্তি পরীক্ষা করে নেওয়ার সুযোগ রয়েছে। তবে ম্যাচে কি বৃষ্টি বিঘ্ন ঘটাবে? বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের (M Chinnaswamy Stadium) পিচই বা কেমন হতে চলেছে?
আবহাওয়া
সমর্থকদের জন্য সুখবর। গার্ডেন সিটিতে এই ম্যাচ বৃষ্টির প্রভাবে ভেস্তে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই। তবে আকাশে হালকা মেঘ থাকার পূর্বাভাস রয়েছে। এই পূর্বাভাস অনুযায়ীই আজকে বেঙ্গালুরুতে তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে, বাতাসে ৭২ শতাংশ আর্দ্রতা থাকবে। ম্যাচ চলাকালীন রাত আট থেকে নয়টার মাঝে কয়েক পশলা বৃষ্টি হতে পারে বটে, তবে সেই বৃষ্টির জেরে কোনওভাবেই ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই। ঝড়ঝাপ্টার সম্ভাবনাও আজ নেই।
পিচ
বেঙ্গালুরুর ছোট্ট মাঠে প্রথাগতভাবে প্রচুর রান উঠে। বোলারদের কেউই পিচ থেকে তেমন মদত পান না। অর্থাৎ ভাল ব্যাটিং পিচ ও ছোট্ট বাউন্ডারির সংমিশ্রণে চিন্নাস্বামী স্টেডিয়াম ব্যাটারদের স্বর্গরাজ্য। সেই প্রথা মতো আজকের ম্যাচেও বড় রান উঠার সম্ভাবনা প্রবল। এর ফলে এই ম্যাচে টস জয়ী অধিনায়ক প্রথমে বোলিং করে রান তাড়া করার পক্ষেই এগোতে পারে।
চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে প্রথম একাদশে চারটি পরিবর্তন করেছিল ভারত। সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর একাদশে পরীক্ষা নিরীক্ষা করার সম্ভাবনা রয়েছেই। অক্ষর পটেল ও রবি বিষ্ণোইয়ের কোনও একজনকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে। টপ অর্ডারে সুযোগ পেতে পারেন তিলক বর্মাও। তবে কার জায়গায়? তিলককে খেলাতে হলে শ্রেয়স আইয়ারকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে পেস বোলিং আক্রমণে পরিবর্তনের সম্ভাবনা কম। মুকেশ কুমার, দীপক চাহার ও আবেশ খানেরই খেলার সম্ভাবনা।
ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, অক্ষর পটেল, দীপক চাহার, রবি বিষ্ণোই, আবেশ খান ও মুকেশ কুমার।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: জশ ফিলিপ, ট্র্যাভিস হেড, বেন ম্যাকডারমট, অ্যারন হার্ডি, টিম ডেভিড, ম্যাথু শর্ট, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটকিপার), বেন ডোয়ারশুইস, ক্রিস গ্রিন, জেসন বেহরেনডর্ফ ও তনবীর সঙ্ঘা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: কেন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন, কারণ জানালেন ধোনি