Richa Ghosh: ভারতীয় দলে রাখা হল না শিলিগুড়ির উইকেটকিপারকে, কেন বাদ রিচা?
India vs New Zealand: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের সামনে ছিল নিউজ়িল্যান্ড। সেই ম্যাচ হেরে গিয়ে অভিযান শুরু করেছিলেন হরমনপ্রীত কৌররা।
কলকাতা: মহিলাদের টি ২০ বিশ্বকাপে সেমিফাইনালের আগেই ছিটকে যেতে হয়েছে ভারতীয় দলকে। তারপরই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। তবে সেই সিরিজে খেলতে পারছেন না শিলিগুড়ির উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh)। তাঁকে ছাড়াই দলঘোষণা হয়ে গেল।
কেন ভারতীয় দলে নেই রিচা? বাঙালি ক্রিকেটারের সামনেই দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তার প্রস্তুতি নেওয়ার জন্যই ২১ বছরের ক্রিকেটার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নেই।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের সামনে ছিল নিউজ়িল্যান্ড। সেই ম্যাচ হেরে গিয়ে অভিযান শুরু করেছিলেন হরমনপ্রীত কৌররা। সেই ধাক্কা গোটা টুর্নামেন্টে আর কাটিয়ে উঠতে পারেনি ভারত। সেমিফাইনালের দৌড়েও পিছিয়ে পড়ার শুরু।
A look at #TeamIndia’s squad for the three-match ODI series against New Zealand 👌👌 #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/pKxdLCWsnb
— BCCI Women (@BCCIWomen) October 17, 2024
ভারতের ঘরের মাঠে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত ও নিউজ়িল্যান্ড। তিনটি ম্যাচই হবে আমদাবাদে। ২৪, ২৭ এবং ২৯ অক্টোবর হবে ভারত বনাম নিউজ়িল্যান্ড ওয়ান ডে। সেই সিরিজ়ে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে হরমনপ্রীতের নাম ঘোষণা করেছে বোর্ড। যদিও তাঁর নেতৃত্ব নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তবে নির্বাচকেরা এখনও হরমনপ্রীতের উপর ভরসা রাখছেন।
আরও পড়ুন: চোটে অনিশ্চিত ঋদ্ধিমান, শততম ম্যাচে অভিমন্যুকে ঘিরে আগ্রহ, কল্যাণীতে বাংলার কাঁটা বৃষ্টি