IND vs ENG 2nd Test: সারেনি চোট, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জ্যাক লিচের খেলা নিয়ে সংশয়
Jack Leach: প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন ইংল্যান্ড দলের তারকা স্পিনার জ্যাক লিচ।
বিশাখাপত্তনম: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ফিল্ডিং বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন জ্যাক লিচ (Jack Leach)। তারপর থেকেই তাঁর ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। রিপোর্ট অনুযায়ী, এই হাঁটুর চোটের জেরে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (IND vs ENG 2nd Test) খেলতে পারবেন না জ্যাক লিচ।
ইংল্যান্ডের স্পিন বোলিং বিভাগের সবথেকে অভিজ্ঞ বোলার হলেন লিচ। দলের বড় ভরসা তিনি। তবে হাঁটুর চোটের জেরে ম্য়াচের আগে নাকি অনুশীলনই সারতে পারেননি লিচ। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের আগে তিনি ফিট হতে পারবেন না বলেই খবর। চোট সত্ত্বেও ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০ ওভার বল করতে সক্ষম হন লিচ। এক উইকেটও নেন তিনি। তবে তিনি ফিট হতে পারবেন না বলেই খবর। অবশ্য এখনও তাঁকে ম্যাচ থেকে বাতিলের তালিকায় ফেলে দিতে নারাজ ইংল্যান্ড তারাক জ্যাক ক্রাউলি।
ক্রাউলি বলেন, 'ও সহজে হার মানে না। কোনও পরিস্থিতিতেই ওকে বাতিলের খাতায় ফেলা দেওয়া যাবে না। গত ম্যাচের পর ওর হাঁটুর অবস্থা খারাপ ছিল। তবে দেখা যাক ও কতটা সুস্থ হতে পারে। এখনই কিন্তু ওকে বাতিলের তালিকায় ফেলে দেওয়া যাচ্ছে না। ও দুরন্ত বোলার এবং ওর না খেলাটা বড়ই দুর্ভাগ্যজনক হবে। তবে আমাদের দলে স্পিন এবং ফাস্ট বোলিং, উভয় বিভাগেই যথেষ্ট গভীরতা রয়েছে।'
লিচ যদি একান্তই না খেলতে পারেন, তাহলে সেক্ষেত্রে ইংল্যান্ড তিন স্পিনার পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চাইলে তাঁর বদলি হতে পারেন শোয়েব বশির। প্রথম টেস্টের সময় ভিসা সমস্যায় পড়তে হয়েছিল বশিরকে। তবে সেই জট কাটিয়ে তিনি ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন। ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাকালাম কিন্তু প্রয়োজনে চার স্পিনার নিয়ে দ্বিতীয় টেস্টে নামার পূর্বাভাস দিয়ে রেখেছেন।
তিনি বলেন, 'ও (বশির) আমাদের সঙ্গে দুবাইয়ের ক্যাম্পে ছিল এবং নিজের দক্ষতায় আমাদের সকলকেই প্রভাবিত করেছে। গোটা গ্রুপের সঙ্গে খুব ভালভাবেই মিলে মিশে গিয়েছে এবং টম হার্টলির মতো প্রথম শ্রেণির ক্রিকেট খেলারও অল্পস্বল্প অভিজ্ঞতা রয়েছে ওর। তবে ওর দক্ষতা এখানে আমাদের সাহায্য করবে বলে আমাদের মনে হয়েছে। একদম ঠিকঠাক সময়ে ও চলেও এসেছে। সবাই ওকে মন খুলে স্বাগত জানিয়েছে। পরের টেস্ট ম্যাচে ও কিন্তু সুযোগ পাওয়ার দৌড়ে রয়েছে। যদি পিচে প্রচুর স্পিন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমরা চার স্পিনার নিয়ে মাঠে নামতেও পিছপা হব না।' এবার দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ কেমন হয়, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ইতিহাসের দোরগোড়ায় রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে একাধিক রেকর্ড গড়ার সুযোগ