Kapil Dev-Ranatunga: কপিল দেবের সঙ্গে ফ্রেমবন্দি, প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ককে চিনতে গিয়ে হিমশিম নেটপাড়া
Viral Photo: কপিল দেবের সঙ্গে ফ্রেমবন্দি বিশ্বজয়ীর শারীরিক পরিবর্তন দেখে বিস্মিত নেটপাড়া।
নয়াদিল্লি: দুই দেশের দুই কিংবদন্তি অধিনায়ক। দুইজনেই নিজের দেশকে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন করিয়েছেন। দুইজনে এক ফ্রেমে ধরা দিলেন। কিন্তু একজনকে চিনতে গিয়েই কার্যত হিমশিম খেল নেটপাড়া। কারা তারা?
একজন ভারতের ১৯৮৩ সালের বিশ্বজয়ী অধিনায়ক কপিল (Kapil Dev) এবং আরেকজন শ্রীলঙ্কার ১৯৯৬ সালের বিশ্বজয়ী অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা (Arjuna Ranatunga)। দুইজনের একসঙ্গে এক ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেখানে রণতুঙ্গাকে দেখে কার্যত চিনতেই পারলেন না নেটিজেনদের সিংহভাগ। তাঁর বিরাট শারীরিক পরিবর্তনেই তাঁকে চিনতে গিয়ে ধন্দে পড়ে যায় নেটিজেনরা।
Two World Cup winning captains. pic.twitter.com/zJane9Oq0u
— Rex Clementine (@RexClementine) July 16, 2024
কপিল দেব এবং অর্জুনা রণতুঙ্গা দুইজনেই বিশ্বজয়ী দলের অধিনায়ক ছিলেন। দুইজনের নেতৃত্বেই তাঁদের দেশ সমস্ত বাধা বিপত্তিকে পিছনে ফেলে বিশেষজ্ঞদের সম্পূর্ণ ভুল প্রমাণ করে বিশ্বজয়ের স্মরণীয় রূপকথা লিখেছিল। আর সেই দুই কিংবদন্তি একই সঙ্গে একই ফ্রেমে যখন ধরা দিলেন তখন তাঁদের ছবি ভাইরাল হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু বয়সের ভারে এবং শারীরিক বদলের জেরে রণতুঙ্গাকে যেন চেনাই দায়। অনেকে তো মানতেই চাইছেন না যে কপিলের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিই আসলে শ্রীলঙ্কার বিশ্বজয়ী অধিনায়ক রণতুঙ্গা।
People are saying the man next to Kapil is Arjuna Ranatunga. I've watched many of his matches, I'm not ready to believe it's him. This is the Ranatunga I know.
— Sam ALT Man (@k0ol1) July 16, 2024
How can those 2 be the same people?!?! pic.twitter.com/b4w2zvznt9
June 2022 😯😯 unbelievable transformation pic.twitter.com/iJzOY9gTZB
— He (@just_honestly_1) July 16, 2024
Arjuna Ranatunga. Arjuna Ranatunga???
— चिरकुट ज़िंदगी (@Chirayu_Jain26) July 16, 2024
One can hardly believe one’s eyes at this avatar of Arjuna Ranatunga
— Chitro Sen (@chitro14) July 17, 2024
প্রসঙ্গত, এই দুই কিংবদন্তির দেশ কিন্তু ফের একবার একে অপরের বিরুদ্ধে শীঘ্রই ২২ গজের লড়াইয়ে মাঠে নামতে চলেছে। এই মাসের শেষেই শুরু হবে দুই পড়শি দেশের সাদা বলের সিরিজ়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অবিশ্বাস্য কামব্যাকে বিশ্বকাপ জয়, প্রোটিয়াদের বিরুদ্ধে শেষের ওভারগুলিতে কী ভাবছিলেন রোহিত?