NZ vs BAN 3rd T20I: স্যান্টনারের ঘূর্ণিতে কুপোকাত বাংলাদেশ, দুরন্ত জয়ে সিরিজ়ে সমতায় ফিরল নিউজ়িল্যান্ড
Mitchell Santner: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মিচেল স্যান্টনার বল হাতে চার উইকেটের পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ১৮ রানের ইনিংস খেলেন।
মাউন্ট মাঙ্গানুই: বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্ট ম্যাচে দাপটের সঙ্গে ম্যাচ জিতে সিরিজ় সমতায় শেষ করল নিউজ়িল্যান্ড (NZ vs BAN 3rd T20I)। তৃতীয় ম্যাচে ডাকওয়ার্থ লুইস প্রক্রিয়ায় ১৭ রানে ম্যাচ জিতে নিল কিউয়িরা। বল হাতে চার উইকেট নেওয়ার পাশাপাশি অপরাজিত ১৮ রানের ইনিংস খেলে কিউয়িদের জেতালেন নিউজ়িল্যান্ডের তারকা অলরাউন্ডার মিচেল স্যান্টনার (Mitchell Santner)।
এদিন ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথম ওভারেই বংলাদেশ ওপেনার সৌম্য সরকারে ফিরিয়ে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন টিম সাউদি। রনি তালুকদার এবং বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস গড়ার চেষ্টা করেন বটে। তবে মিলনে শান্তকে ১৭ রানে ফেরানোর পরেই তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশ ইনিংস। বাংলাদেশের মিডল অর্ডারকে নিজের ঘূর্ণির ফাঁদে নাস্তানাবুদ করেন মিচেল স্যান্টনার।
মাত্র ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজ়িল্যান্ডও শুরুটা ভাল করেনি। ৫০ রানের গণ্ডি পার করার আগেই আধা কিউয়ি দল সাজঘরে ফেরত যায়। বাংলাদেশের হয়ে সাফল্য এনে দেন শরিফুল এবং মেহেদি হাসান। তবে শেষমেশ ফিন অ্যালেনের ৩৮ এবং জিমি নিশামের অপরাজিত ২৮ রানের ইনিংস কিউয়িদের ম্যাচ জিতে সিরিজ়ে সমতায় ফিরতে সাহায্য করে।
ভারতের উদ্বেগ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় (Indian Cricket Team) ব্য়াটিং লাইন আপ। ইনিংসে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এই হারের ফলে রামধনুর দেশে প্রথমবার টেস্ট সিরিজ় জয়ের আশা এবারও অধরাই থেকে গেল ভারতীয় দলের। তবে দুই ম্যাচের লাল বলের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ (IND vs SA 2nd Testr) জিতে অন্তত ড্রয়ের সুযোগ রয়েছে। সেই ম্যাচের জন্য জোরকদমে প্রস্তুতিও চালাচ্ছে ভারতীয় দল। আর সেই প্রস্তুতি চলাকালীনই ঘটল বিপদ।
শার্দুল ঠাকুর (Shardul Thakur) শনিবার, ৩০ ডিসেম্বর ভারতীয় দলের অনুশীলনে বাঁ-কাঁধে চোট পান। তাঁকে কাঁধে আইস ব্যাগ দিয়েও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারকা অলরাউন্ডারের এই চোট স্বভাবতই ভারতীয় সমর্থকদের মধ্যে উদ্বেগের সঞ্চার করছে। অবশ্য রিপোর্ট অনুযায়ী শার্দুলের চোট খুব একটা গুরুতর নয়। দলের সঙ্গে যুক্ত এক সূত্র জানান শার্দুল ঠিক আছেন। শোনা যাচ্ছে ভারতীয় দলের মেডিক্যাল স্টাফরা এই চোট নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন এবং চোট সারানোর জন্য তাঁরা শার্দুলের আলাদা কোনও চিকিৎসাও করছেন না। এমনকী শার্দুলকে স্ক্যানেও পাঠানো হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: নেটে ব্য়াটিং করার সময় কাঁধে চোট! ভারতীয় শিবিরের উদ্বেগ বাড়াচ্ছেন শার্দুল