Rishabh Pant Update: ছিঁড়েছে তিন লিগম্যান্ট, বিশ্বকাপেও কি খেলতে পারবেন না পন্থ?
Rishabh Pant: খবর অনুযায়ী দুর্ঘটনায় পন্থের তিনটি লিগামেন্টই ছিঁড়ে গিয়েছে। দিনকয়েক আগে অস্ত্রোপ্রচারের মাধ্যমে তাঁর হাঁটুর দুইটি লিগামেন্ট ঠিক করা হয়েছে।
নয়াদিল্লি: ঋষভ পন্থের (Rishabh Pant) গাড়ি দুর্ঘটনার পর বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে। পন্থ বর্তমানে আশঙ্কার বাইরে। ইতিমধ্যেই মুম্বইয়ের হাসপাতালে পন্থের একদফায় সার্জারিও হয়েছে। এবার ক্রিকেটপ্রেমীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কবে আবার মাঠে বোলারদের বিরুদ্ধে দাপুটে মেজাজে পন্থকে চার, ছয় হাঁকাতে দেখা যাবে। পন্থের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, ক্রিকেটপ্রেমীদের জন্য খবর একটা সুখকর নয়। একাধিক রিপোর্ট অনুযায়ী সম্ভবত ২০২৩ সালের সিংহভাগ সময় পন্থকে মাঠের বাইরেই কাটাতে হবে।
বিশ্বকাপের বাইরে পন্থ?
খবর অনুযায়ী, দুর্ঘটনায় পন্থের তিনটি লিগামেন্টই ছিঁড়ে গিয়েছে। দিনকয়েক আগে অস্ত্রোপ্রচারের মাধ্যমে তাঁর হাঁটুর দুইটি লিগামেন্ট ঠিক করা হয়েছে। তবে তৃতীয় লিগামেন্টের চিকিৎসা এখনই করা সম্ভব নয়। প্রায় সপ্তাহ ছয়েক বাদে আরেকবার অস্ত্রোপ্রচার করে পন্থের তৃতীয় লিগামেন্টটি ঠিক করা হবে। যা শোনা যাচ্ছে, তাতে পন্থকে অন্তত পক্ষে ছয় মাস মাঠের বাইরেই থাকতে হবে। যদিও ডাক্তারদের তরফে পন্থ আবার কবে অনুশীলনে ফিরতে পারবেন, সেই বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আগেই জানিয়েছিলেন পন্থ এবারের আইপিএল খেলতে পারবেন না। যা রিপোর্ট তাতে এ বছরের অক্টোবর-নভেম্বর মাসে দেশে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপেও পন্থের খেলা নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন রয়েছে।
জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন বলে স্বার্থের সংঘাত এড়াতে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মেন্টর পদ ছেড়েছিলেন। রজার বিনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর সৌরভ ফিরেছেন দিল্লি ক্যাপিটালসে। এবার ডিরেক্টর অফ ক্রিকেট হয়ে। আর সেই দায়িত্বে এসেই সৌরভের সামনে কঠিন পরীক্ষা। কারণ, গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে মাঠের বাইরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।
দিল্লির নতুন অধিনায়ক
ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে ম্যাচের আগে এবিপি লাইভের প্রশ্নে সৌরভ বলেন, 'পন্থ আইপিএলে খেলতে পারবে না। ওর পরিবারের সদস্যদের সঙ্গে কথা হচ্ছে নিয়মিত। তবে ও ফিরবেই। সামনে ওয়ান ডে বিশ্বকাপ। দেখা যাক কী হয়।' তাহলে দিল্লি ক্যাপিটালসকে আসন্ন আইপিএলে নেতৃত্ব দেবেন কে? অনেকে মনে করছেন, দৌড়ে এগিয়ে ডেভিড ওয়ার্নার। এর আগে অধিনায়ক হিসাবে যিনি সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। সৌরভ যদিও এখনই কারও নাম বলছেন না। শুধু বললেন, 'শীঘ্রই নাম ঘোষণা করে দেব আমরা।'
আরও পড়ুন: দ্রাবিড়ের জন্য ফিটনেস টেস্ট? কী বলছেন ভারতীয় ব্যাটিং কোচ রৌঠৌর