Rishabh Pant: টি-টোয়েন্টি বিশ্বকাপেই জাতীয় দলে ফিরছেন পন্থ, কোহলির জায়গা পাওয়াও পাকা!
Virat Kohli: চলতি আইপিএল মরশুমে ইতিমধ্যেই পাঁচ ম্যাচ খেলে ৩০০ রানের গণ্ডি পার করে ফেলেছেন বিরাট কোহলি।
নয়াদিল্লি: চলতি আইপিএলের মাধ্যমে গাড়ি দুর্ঘটনার ১৪ মাস পরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ইতিমধ্যেই টুর্নামেন্টে দুই অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। খবর অনুযায়ী ভারতীয় দলের নির্বাচকরা পন্থের পারফরম্যান্সে খুশি এবং তিনি জাতীয় দলে (Indian Cricket Team) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেই (T20 World Cup 2024) প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন। তাঁর বাদ পড়ার শত জল্পনা সত্ত্বেও বিরাট কোহলিকেও (Virat Kohli) বিশ্বকাপ দলে সুযোগ দেওয়া হবে বলেই শোনা যাচ্ছে।
পন্থের অনুপস্থিতিতে জীতেশ শর্মা, সঞ্জু স্যামসনরা সুযোগ পেয়ে তা যথেষ্টভাবে কাজে লাগাতে পারেননি বলেই বিশেষজ্ঞদের একাংশের ধারণা। আবার ঈশান কিষাণ বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন। তাঁর জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে একটা সংশয় রয়েইছে। সেই কারণেই পন্থ নিজের আইপিএল পারফরম্যান্সে ভর করে বিশ্বকাপে ভারতীয় দলে ঢুকে পড়ার জন্য জোরাল দাবি জানাচ্ছেন। তিনি নিয়মিত ম্যাচে কিপিংও করছেন। তাঁর ফিটনেস নিয়ে নির্বাচকরা সন্তুষ্ট।
অপরদিকে, বিরাট কোহলির বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন। তার বদলে আরও আগ্রাসী কোনও ব্যাটারকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তিন নম্বরে চাইছে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। এক্ষেত্রে যেহেতু বিশ্বকাপের দল নির্বাচন আইপিএলের মাঝপথেই হবে, সেক্ষেত্রে কোহলির আইপিএল পারফরম্যান্স ভীষণই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছিল। কোহলি কিন্তু আইপিএলে অনবদ্য ফর্মে রয়েছেন। তিনি চলতি মরশুমে এখনও পর্যন্ত সর্বাধিক রান করেছেন।
পাঁচ ম্যাচে ১০৫-র অধিক গড় ও ১৪৬-র অধিক স্ট্রাইক রেটে কোহলি ৩১৬ রান করে ফেলেছেন। তাঁর কৃতিত্বে ইতিমধ্যেই এক সেঞ্চুরি এবং দুই হাফ সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব রয়েছে। কোহলি তাই ক্যারিবয়ান দ্বীপপুঞ্জ এবং যুক্তরাষ্ট্রে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেনই বলে মনে করছেন সকলে। রিপোর্টেও একই দাবি করা হচ্ছে।
চলতি আইপিএলে ময়ঙ্ক যাদব ১৫০ কিমি প্রতি ঘণ্টার অধিক গতিতে বল করে নজর কেড়েছেন। মরশুমের অন্যতম সর্বোচ্চ রানসংগ্রাহক রিয়ান পরাগ। শিবম দুবেও নিজের পাওয়ার হিটিংয়ে প্রভাবিত করেছেন। বিশ্বকাপে দলে এই তরুণ ক্রিকেটাররা সুযোগ পান কি না, সেইদিকেও থাকবে নজর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হঠাৎ সিদ্ধান্ত নয়, সিএসকে অধিনায়ক হতে পারেন রুতুরাজ, পূর্বাভাস দিয়েছিলেন ধোনিই