USA vs IND Innings Highlights: ভারতীয় বোলিংয়ের সামনে মিনি ভারত আটকে গেল ১১০/৮ স্কোরে, আজই কি পাকা সুপার এইট?
T20 World Cup 2024: পাওয়ার প্লে-তেই আমেরিকার ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছিল ভারত। ৬ ওভারের শেষে আমেরিকার স্কোর দাঁড়িয়েছিল ১৮/২। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আমেরিকার সর্বনিম্ন।
নিউ ইয়র্ক: প্রথম ওভারেই জোড়া ধাক্কা অর্শদীপ সিংহের। পাওয়ার প্লে-তেই আমেরিকার ব্যাটিংয়ের কোমর ভেঙে দেওয়া। ৬ ওভারের শেষে আমেরিকার স্কোর দাঁড়িয়েছিল ১৮/২। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আমেরিকার সর্বনিম্ন। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এটাই পাওয়ার প্লে-তে কোনও দলের তোলা সর্বনিম্ন রানের নজির। ভেঙে গেল ২০১৪ বিশ্বকাপে মীরপুরে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ়ের তোলা ২৪/০ রেকর্ড। ৭.৩ ওভারে যখন হার্দিক পাণ্ড্যর বলে অ্যারন জোন্সও ফিরে গেলেন, আমেরিকার স্কোর ২৫/৩। সোশ্যাল মিডিয়ায় জোর কদমে আলোচনা শুরু হয়ে গিয়েছে, কত রানে মার্কিন ইনিংস গুঁড়িয়ে দেবে ভারত?
কিন্তু যে ম্যাচকে কার্যত ভারত বনাম মিনি ভারত লড়াই বলা হচ্ছে, এ-ও বলা হচ্ছে যে, ইন্ডিয়া বনাম মেড ইন ইন্ডিয়ার ম্যাচ, যেহেতু আমেরিকা দলে ৯ জন ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত, সেই ম্যাচে পাল্টা লড়াই চালাল আমেরিকা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির যে ক্রিকেট স্টেডিয়ামকে বলা হচ্ছে ব্যাটারদের বধ্যভূমি, যেখানে ১১৯ রান করেও পাকিস্তানের মতো প্রবল প্রতিপক্ষকে হারিয়েছে ভারত, সেই মাঠে আমেরিকা প্রথমে ব্যাট করে তুলল ১১০/৮। ম্যাচ জিততে ১১১ রান তুলবে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের।
এই বিশ্বকাপে দুজন বোলার এর আগেই প্রথম ওভারে জোড়া উইকেট নেওয়ার নজির গড়েছেন। আফগানিস্তানের ফজলহক ফারুকি। যিনি উগান্ডার বিরুদ্ধে প্রথম ওভারেই দুই উইকেট নিয়েছিলেন। তারপর রুবেন ট্রাম্পেলমান ওমানের বিরুদ্ধে নেন ২ উইকেট। এবার সেই তালিকায় অর্শদীপ।
What. A. Start! 👌 👌
— BCCI (@BCCI) June 12, 2024
2⃣ wickets in the first over by Arshdeep Singh 👏 👏
Follow The Match ▶️ https://t.co/HTV9sVyS9Y#T20WorldCup | #TeamIndia | #USAvIND pic.twitter.com/oEU3dCBoaQ
যদিও শুরুর ধাক্কা কাটিয়ে আমেরিকা ইনিংসকে টানলেন স্টিভেন টেলর (২৪ রান) ও নীতীশ কুমার (২৭ রান)। শেষ দিকে চালিয়ে খেলে ১২ বলে ১৫ রান করে গেলেন কোরি অ্যান্ডারসন। ভারতীয় বোলারদের মধ্যে ৪ ওভারে ৯ রানে ৪ উইকেট অর্শদীপের। ১৪ রানে ২ উইকেট হার্দিকের।