Virat Kohli’s New Phone: আনবক্সিংয়ের আগেই নতুন ফোন হারালেন বিরাট কোহলি!
Virat Kohli: মঙ্গলবার বিরাটের করা এই পোস্টটিতে ইতিমধ্যেই লাইকের সংখ্যা ৭৩ হাজার পার করেছে।
নয়াদিল্লি: ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy)। তার আগেই বিরাট কোহলির (Virat Kohli) জন্য দুঃসংবাদ। আনবক্সিংয়ের আগেই নিজের নতুন ফোন হারিয়ে ফেললেন কোহলি? অনন্ত নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি এমনটাই জানিয়েছেন।
ফোন হারালেন বিরাট?
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি নিজের সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে কোহলি ফোন হারানোর খবরটি জানান। তিনি লেখেন, 'আনবক্সিংয়ের আগেই নতুন ফোন হারানোর থেকে বেশি কষ্টকর আর কিছুই হতে পারে না। কেউ কি আমার ফোনটা দেখতে পেয়েছেন?' বিরাটের এই পোস্টটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে। প্রতিবেদনটি লেখার সময় বিরাটের এই পোস্টটিতে লাইকের সংখ্যা ৭৩ হাজার পার করেছে।
Nothing beats the sad feeling of losing your new phone without even unboxing it ☹️ Has anyone seen it?
— Virat Kohli (@imVkohli) February 7, 2023
অনেকেই মনে করছেন কোন বিজ্ঞাপনী প্রচারের জন্যই বিরাটের এই পোস্টটি। যদিও নির্দিষ্টভাবে এখনও কিছুই বলা সম্ভব নয়। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বিরাটের এই পোস্টটিতে নেটিজেনরা বেশ মজাদার কয়েকটি কমেন্টও করেছেন। স্ত্রীর ফোন থেকে আইক্রিমের অর্ডার দেওয়ার মতো পরামর্শও পেয়েছেন তিনি।
feel free to order ice cream from bhabhi's phone if that will help 😇
— zomato (@zomato) February 7, 2023
I had lost my Nokia 1110 back in 2006.
— Aniket Pandit (@Aniketpandey33) February 7, 2023
I was so sad.. I can understand your feeling bro
@yuzi_chahal Goli Beta Masti nai Uncle ko unka Phone Vapis Dedo…. pic.twitter.com/JnyRmCpzA1
— Darshan Bathhiya (@Dar5hh) February 7, 2023
অ্যাসেজের থেকেও কঠিন
প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের মাধ্যমেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে। ভারতের মাটিতে প্রায় দুই দশক ধরে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। ঘরের মাঠেও ভারতের বিরুদ্ধে শেষ দুই টেস্ট সিরিজেও পরাজিত হয়েছে অজিরা। এবার ভারতের মাটিতে তাই 'টেস্ট ক্রিকেটের কঠিনতম চ্যালেঞ্জ' জিততে বদ্ধপরিকর স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা। স্মিথের মতে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়টা অ্যাসেজের থেকেও বড় জয় হবে।
স্টিভ স্মিথ বলেন, 'এখানে টেস্ট ম্যাচ জেতাটাই ভীষণ কঠিন, সিরিজ তো ছেড়েই দিন। সুতরাং, এখানে সিরিজ জেতাটা বিরাট কৃতিত্বের। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভারতে সিরিজ জয়টা অ্যাসেজ জয়ের থেকেও বড় হবে।' তাঁর দীর্ঘদিনের অজি সতীর্থ তথা তারকা অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের মতে ভারতে টেস্ট সিরিজ জয়টা অস্ট্রেলিয়ার কঠিনতম চ্যালেঞ্জ। 'গত অ্যাসেজ সিরিজের অংশ হতে পারার অভিজ্ঞতাটা দারুণ ছিল। তবে ভারতে এসে, তাঁদের ঘরের মাঠে তাঁদেরকে হারানোটা আমাদের জন্য কঠিনতম চ্যালেঞ্জ। আমি এই সিরিজে খেলার জন্য মুখিয়ে রয়েছি। বিশ্বের সেরা স্পিনারদের বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জটার জন্য আরও বেশি উৎসাহিত।'
আরও পড়ুন: উপহার হিসাবে বিশ্বজয়ী লিওনেল মেসির জার্সি পেলেন নরেন্দ্র মোদি