Virat Kohli: রাজধানীতে রাজীব শুক্লর উপস্থিতিতে উপরাষ্ট্রপতি জগদীপ ধানকড়ের সঙ্গে সাক্ষাৎ কোহলির
Kohli meets Dhankhar: বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল বৃহস্পতিবারই নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি আপলোড করেন। সেই ছবিতে তাঁর এবং জগদীপ ধানকড়ের সঙ্গে কোহলিকেও দেখা যাচ্ছে।

নয়াদিল্লি: বর্তমানে সোশ্যাল মিডিয়া কোহলিময়। গণমাধ্যম খুললেই বিরাট কোহলির (Virat Kohli) রঞ্জি প্রত্যাবর্তন ম্যাচের না না ভিডিও ক্লিপিং দেখা যাচ্ছে। এরই মাঝে তারকা ক্রিকেটার দেশে উপরাষ্ট্রপতির জগদীপ ধানকড়ের সঙ্গে দেখা করলেন।
বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল বৃহস্পতিবারই নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি আপলোড করেন। সেই ছবিতে তাঁর এবং জগদীপ ধানকড়ের সঙ্গে কোহলিকেও দেখা যাচ্ছে। রাজীব শুক্ল নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবির ক্যাপশনে লেখেন, 'ভারতের উপরাষ্ট্রপতি ধনকড় জির সঙ্গে সাক্ষাৎ করে দারুণ লাগল। বিরাট কোহলিকে সঙ্গে পাওয়াটা খুব সৌভাগ্যের।'
Lovely to meet honourable Vice President of India Shri Dhankad ji . Glad to have the company of @imVkohli pic.twitter.com/7qPmkNljO6
— Rajeev Shukla (@ShuklaRajiv) January 30, 2025
পাঁচতারা হোটেলে না
কোহলির জনপ্রিয়তা ঠিক কতটা, তার সাক্ষী ছিল গতকালের অরুণ জেটলি স্টেডিয়াম। কেবল 'কিং'-কে দেখবেন বলেই ১৫ হাজার সমর্থক মাঠে ভিড় জমিয়েছিলেন। ঠাসা গৌতম গম্ভীর স্ট্যান্ড দেখে বোঝা দায় যে ম্যাচটা রঞ্জি ট্রফির আপাত অর্থে গুরুত্বহীন একটা ম্যাচ। কোহলিকে এক ঝলক দেখার জন্য কেউ সকাল ছয়টা থেকে লাইনে দাঁড়িয়েছেন, তো কেউ আবার স্কুল ছুটি করে এসেছে। স্বাভাবিকভাবেই তাঁর প্রতিটা মুভের দিকে নজর ছিল। স্বাভাবিকভাবেই তাঁর খাবার থালায় কী ছিল, সেইদিকেও অনেকের আগ্রহ ছিল।
অনুশীলনের প্রথম দিন মঙ্গলবার কোহলি মাঠে আসার পর নিজের একদা পছন্দের ছোলে পুরি নাকচ করে দিলেও, তিনি কাড়ি চাওয়াল খান। বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন তাঁর প্লেটে ছিল চিলি পনির। শোনা যাচ্ছে কোহলির জন্য ডিডিসিএ কর্তারা পাঁচতারা রেস্তোরাঁ থেকে বিশেষ খাবার অর্ডার দিয়ে আনানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে কোহলি নিজেই তা না করে দিয়ে দলের বাকিদের সঙ্গেই মাঠের ক্যান্টিনের খাবার খান। মহাতারকা হয়েও নিজেকে বাকি সতীর্থদের থেকে আলাদা না ভেবে একসঙ্গে অনুশীলন থেকে খাওয়া দাওয়া সারা কোহলি নিজের কর্মকাণ্ডে সকলেরই মন জিতেছেন।
আরও পড়ুন: পাঁচতারা রেস্তোরাঁর খাবারে না, রঞ্জি প্রত্যাবর্তনে সতীর্থদের সঙ্গে মিলে কী খেলেন বিরাট কোহলি?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
