এক্সপ্লোর
ভারত সফরের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষিত, চোট পাওয়া শন অ্যাবটের বদলি ডি’আর্সি শর্ট
বিগ ব্যাশ লিগে চোট পেয়ে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়া শন অ্যাবটের জায়গায় সুযোগ পেয়েছেন ডি’আর্সি শর্ট।

মেলবোর্ন: ভারত সফরে একদিনের সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা করা হল। বিগ ব্যাশ লিগে চোট পেয়ে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়া শন অ্যাবটের জায়গায় সুযোগ পেয়েছেন ডি’আর্সি শর্ট। আজ দল ঘোষণা করার সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হনস বলেছেন, ‘শন আমাদের সীমিত ওভারের ফর্ম্যাটের দলের অন্যতম সদস্য। ওর কথা মাথায় রেখেই আমরা টি-২০ বিশ্বকাপ ও একদিনের বিশ্বকাপের পরিকল্পনা করছি। ওর চোট পাওয়া দুর্ভাগ্যজনক। ডি’আর্সি দলে আসায় অ্যাশটন আগরের সঙ্গে আরও একজন স্পিনিং অলরাউন্ডার থাকল। চারজন বিশ্বমানের পেস বোলারের সঙ্গে স্পিনার হিসেবে অ্যাডাম জাম্পা থাকায় দলে ভারসাম্য আছে। ডি’আর্সি যে কোনও জায়গায় ব্যাটিং করতে পারে। ফলে ও দলের পক্ষে বড় সম্পদ।’ অস্ট্রেলিয়া দল- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাসটন আগর, অ্যালেক্স কেরি (সহ-অধিনায়ক), প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জোশ হ্যাজেলউড, মার্নাস লাবুশানে, কেন রিচার্ডসন, ডি’আর্সি শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















