J.C.Mukherjee Trophy Final: তপন মেমোরিয়ালকে হারিয়ে জে.সি.মুখার্জি ট্রফি চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
J.C.Mukherjee: খারাপ আবহাওয়া ও বৃষ্টির কারণে ম্যাচের নির্ধারিত ওভার কমে দাঁড়িয়েছিল ৯ করে। অর্থাৎ প্রতি দল ৯ ওভার ব্যাট করতে পারবে। প্রথমে ব্যাট করতে নেমে একদমই ভাল রান পায়নি তপন মেমোরিয়াল।
কলকাতা: জে.সি.মুখার্জি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ক্লাব। ফাইনালে তারা হারিয়ে দিল তপন মেমোরিয়ালকে। ৯ উইকেটে জয় পেল লাল হলুদ বাহিনী। এদিন সকালেই সেমিফাইনালে কালীঘাটের বিরুদ্ধে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। বিকেলে ইডেনে ফাইনালেও জয় ছিনিয়ে নিল তারা।
খারাপ আবহাওয়া ও বৃষ্টির কারণে ম্যাচের নির্ধারিত ওভার কমে দাঁড়িয়েছিল ৯ করে। অর্থাৎ প্রতি দল ৯ ওভার ব্যাট করতে পারবে। প্রথমে ব্যাট করতে নেমে একদমই ভাল রান পায়নি তপন মেমোরিয়াল। নির্ধারিত ৯ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান বোর্ডে তুলে নিয়েছিল তপন মেমোরিয়াল। লাল হলুদ ব্রিগেডের হয়ে বল হাতে ভাল পারফর্ম করেন রোহিত কুমার, অয়ন ভট্টাচার্য ও সৌরভ মণ্ডল। প্রত্যেকেই ২টো করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে ইস্টবেঙ্গল। দলের হয়ে রঞ্জৎ সিংহ খাড়িয়া ২৭ রানে অপরাজিত থাকেন। এছাড়া অঙ্কুর পাল ১৬ রানে অপরাজিত থেকে যান। ম্যাচের সেরা হয়েছেন সৌরভ মণ্ডল।
ইস্টবেঙ্গলের ইনভেস্টর জট
মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় কাটল জট। শ্রী সিমেন্ট সরার পরে ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) সঙ্গে চুক্তিবদ্ধ হল ইমামি গ্রুপ। "ইস্টবেঙ্গল ক্লাবের বড় ব্র্যান্ড ভ্যালু আছে। আইএসএল (ISL) খেলা নিয়ে ইস্টবেঙ্গলের সমস্যা মিটল।" নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। গত এপ্রিল মাসেই শ্রী সিমেন্টের সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে যায় ইস্টবেঙ্গলের। লাল হলুদকে ক্রীড়াসত্ত্ব ফিরিয়ে দেয় শ্রী সিমেন্ট। ক্লাবকে চিঠি দিয়ে ক্রীড়াসত্ত্ব ফিরিয়ে দেওয়ার কথা জানায় শ্রী সিমেন্ট।
সম্প্রতি, আশার কথা শোনা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। জানা যায়, ইনভেস্টর-জট কাটাতে মহারাজের দ্বারস্থ হয়েছিলেন লাল হলুদ কর্তারা। কথা রাখেন বিসিসিআই প্রেসিডেন্ট। ইস্টবেঙ্গল নিয়ে কথা চালান ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে। তবে, বিনিয়োগ নয় একেবারে ক্লাবের মালিকানা নিয়েই চলছে আলোচনা, জানান সৌরভ। এরপর আজ ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) সঙ্গে ইমামি গ্রুপের চুক্তিবদ্ধ হওয়ার কথা জানা যায়।